আজকাল ওয়েবডেস্ক: দিন কয়েক আগে বাংলাদেশ অধিনায়ক শান্ত একপ্রকার 'হুমকি' দিয়েছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী দলগুলোকে।
এবার বাংলাদেশের প্রাক্তন ওপেনার ইমরুল কায়েস বললেন, ভারতীয় দলে জশপ্রীত বুমরা না থাকায় সুবিধা পাবে বাংলার বাঘেরা। ভারত-বাংলাদেশ ম্যাচ হবে ২০ ফেব্রুয়ারি।
ইমরুল কায়েস সংবাদসংস্থাকে বলেছেন, ''ভারত দল হিসেবে শক্তিশালী। বোলিং আক্রমণ ও ব্যাটিং শক্তি দুর্দান্ত। কিন্তু এটাও ঠিক বুমরা নেই ভারতীয় দলে। গত দু' বছর বুমরা ভারতীয় দলের হয়ে কী করেছে, তা আমাদের সবারই জানা। বুমরা না থাকার সুবিধা বাংলাদেশ নিতে পারবে বলেই মনে হয়।''
বুমরাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাচ্ছে না টিম ইন্ডিয়া। ভারতের বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন মহম্মদ সামি, হর্ষিত রানা ও অর্শদীপ সিং।
ইমরুল কায়েস বলছেন, ''সামির অন্তর্ভুক্তি ভারতের জন্য ভাল খবর। এখন ফিটনেস জনিত কারণে ছন্দে নেই। কিন্তু একবার ছন্দ ফিরে বাংলাদেশের জন্য বড় সমস্যার কারণ হয়ে ধরা দেবেন।''
এদিকে শাকিব আল হাসান ও লিটন দাসকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামবে বাংলাদেশ। শাকিবের অনুপস্থিতি দলকে ভোগাবে বলেই মনে করেন ইমরুল কায়েস। তিনি বলেছেন, ''শাকিবের অভাব অনুভব করব। যে কোনও ম্যাচেই শাকিবের প্রভাব বিরাট। এই মুহূর্তে বাংলাদেশ কিন্তু শাকিবের অভাব অনুভব করতে শুরু করেছে।''
