আজকাল ওয়েবডেস্ক: ক্রিকেটে কেউই অপরিহার্য নন। বিরাট কোহলি ও রোহিত শর্মাও নন। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয়া ভারতের দুই মহাতারকা কোহলি ও রোহিতকে সতর্ক করে দিয়ে বলছেন, তোমরা অপরিহার্য নও। 

ইউটিউবে এক সাক্ষাৎকারে প্রাক্তন অজি অধিনায়ক বলেছেন, ''খেলোয়াড়দের দায়িত্ব নিতে হয়। বুঝতে হবে খেলাটা ব্যক্তির থেকে অনেক বড়। নিজেকে খেলাটার থেকে বড় মনে করা উচিত নয়। বুঝতে হবে খেলাটা এগিয়ে যাবে কেউ না কেউ তোমার জায়গাও দখল করে নেবে। কেউই বলতে পারে না সে দলে অপরিহার্য। দিনের শেষে নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান ভালর জন্য সিদ্ধান্ত নেবেন।'' 

রোহিত শর্মা ও বিরাট কোহলি দু'জনেই এখন ওয়ানডে খেলেন। বাকি দুটি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ওয়ানডে সিরিজে তৃতীয় ম্যাচে এসে রান পান কোহলি। প্রথম দু'টি ম্যাচে খাতাই খোলেননি বিরাট। রোহিত অবশ্য প্রথম ম্যাচ বাদ দিয়ে বাকি দুটি ম্যাচেই রান পান। তৃতীয় ম্যাচে সেঞ্চুরি করেন। 

তার পরেও কিন্তু বলা যাচ্ছে না, ২০২৭ বিশ্বকাপে কোহলি ও রোহিতের জায়গা পাকা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে  তাঁরা খেলবেন। কিন্তু ভারতীয় এ দলে রাখা হয়নি দুই মহাতারকাকে। নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকর প্রসঙ্গে স্টিভ ওয়া বলছেন, ''নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান হিসেবে তোমাকে সৎ হতে হবে। প্রত্যেক ক্রিকেটার সম্পর্কে ইনপুট দরকার। এর জন্য খেলোয়াড়দের ঘনিষ্ঠ হওয়ার দরকার নেই। দূরত্ব রাখা ভাল। কারণ কঠিন সিদ্ধান্ত নিতে হবে কখনও কখনও। প্রত্যেক চেয়ারম্যানেরই কাজের ধরন বিভিন্ন। আশা করি, অজিত আগরকরের সঙ্গে খেলোয়াড়দের সম্পর্ক ভাল। তবে ওকে দূরত্ব বজায় রাখতে হবে খেলোয়াড়দের সঙ্গে। বিরাট কোহলি, রোহিত শর্মার মতো অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ ভাল রাখা দরকার। দিনের শেষে নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যানই কিন্তু সিদ্ধান্ত নেবে।''