আজকাল ওয়েবডেস্ক: গ্রুপ পর্বে জয়ের হ্যাটট্রিকের পর দুবাইয়ে প্রথম সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ২০২৩ বিশ্বকাপ ফাইনালের বদলা নেওয়ার লক্ষ্যে নামবে রোহিত অ্যান্ড কোম্পানি। ফেভারিট টিম ইন্ডিয়া। একাধিক চোটের জন্য ভাঙাচোরা দল নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এসেছে অস্ট্রেলিয়া। হাই-ভোল্টেজ ম্যাচের আগে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ব্র্যাড হ্যাডিনের দাবি, চাপে থাকবে ভারত। যেভাবেই হোক সেমিফাইনাল জেতার চাপ তাঁদের ওপরে থাকবে। চলতি টুর্নামেন্টে নিজেদের ম্যাচগুলো দুবাইয়ে খেলছে টিম ইন্ডিয়া। একই ভেন্যুতে প্রত্যেক ম্যাচ খেলায় বাকি দলের তুলনা কিছুটা সুবিধা পাচ্ছে ভারত। কয়েকদিন আগে এমন জানান প্যাট কামিন্স। তাঁর সঙ্গে সুর মেলালেন হ্যাডিন। জানান, ভারতীয় দলের পক্ষে পরিবেশ এবং পরিস্থিতি। এই অবস্থায় সেমিফাইনাল হারার মতো জায়গায় নেই টিম ইন্ডিয়া। হ্যাডিন বলেন, 'ভারত সব ম্যাচই একটা নির্দিষ্ট ভেন্যুতে খেলেছে। উইকেটে ঘাস নেই। শুকনো পিচ। এইধরনের পিচ ভারতকে সাহায্য করবে। আমার মনে হয়, যাবতীয় চাপ ভারতের ওপর থাকবে। ওরা আদর্শ জায়গায় আছে। ভাল ক্রিকেট খেলছে। তবে এটা নকআউট। অস্ট্রেলিয়া সবসময় এইধরনের পরিস্থিতিতে জ্বলে ওঠে। এটা ওদের জন্য এমনই একটা ম্যাচ। অস্ট্রেলিয়ানদের ওপর কোনও চাপ নেই। বরং, পুরো চাপটাই ভারতীয় দলের ওপর। অঘটন বলা যায় কিনা আমি জানি না। তবে এমন পরিস্থিতিতে আমি অস্ট্রেলিয়ার জয় দেখতে পাচ্ছি। আমি সেটাই চাইব।' 

ম্যাচের আগে গৌতম গম্ভীরকে সতর্কবার্তাও দিয়ে রাখলেন। তিনি মনে করেন, রোহিতরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে না পারলে, তার আঁচ কোচের ওপরও পড়বে। হ্যাডিন বলেন, 'আমার মনে হয় ভারতের ওপর অতিরিক্ত চাপ আছে। গৌতম গম্ভীর দলের দায়িত্ব নেওয়ার পর ওরা যেভাবে ক্রিকেট খেলছে। হয়তো ওরা সেই সাফল্য পায়নি। শেষ ছয় মাস ধরে আকর্ষণীয় ক্রিকেট খেলতে পারেনি। তাই আমার মনে হয়, ফাইনালে যাওয়ার চাপ ভারতের ওপর থাকবে। সেটা না পারলে, দলের ওপর তার প্রভাব পড়বে।' ২০২৩ বিশ্বকাপ ফাইনালে আন্ডারডগ হয়েও ঘরের মাঠে রোহিতদের হারিয়ে বিশ্বজয় করে অস্ট্রেলিয়া। দুবাইয়ে কোনওভাবেই তার পুনরাবৃত্তি চাইবে না টিম ইন্ডিয়া।