আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তান ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে বিস্ফোরক অধিনায়ক মহম্মদ রিজওয়ান। টেস্ট, ওডিআই এবং টি-টোয়েন্টি—তিনটি ফরম্যাটেই ধারাবাহিক ব্যর্থতা এবং খারাপ পারফরম্যান্সের কারণে চরম সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান। এমনকি, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও মুখ থুবড়ে পড়তে হয়েছে।
গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় রিজওয়ানের দলকে, নিউজিল্যান্ড ও ভারতের বিরুদ্ধে হারের মুখ দেখেছে তারা। এই ব্যর্থতার মধ্যেই বিস্ফোরক মন্তব্য করে বসলেন অধিনায়ক মহম্মদ রিজওয়ান। দলের নির্বাচন প্রক্রিয়া নিয়ে তিনি জানিয়ে দিলেন, এর দায় তাঁর হাতে নেই। যার হাতে দায়িত্ব তাঁকেই এই পারফরম্যান্সের জবাব দিতে হবে।
পিএসএল শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রিজওয়ান বলেন, ‘সবাই জানে পাকিস্তান ক্রিকেটে কী চলছে আর কী চলছে না। আমি স্পষ্ট বলছি, নির্বাচনের ব্যাপারে আমার কোনও কর্তৃত্ব নেই। প্রতিটি ব্যক্তির আলাদা আলাদা দায়িত্ব থাকে। নির্বাচক কমিটির নিজস্ব দায়িত্ব আছে, আমার নিজের একটা সীমিত দায়িত্ব আছে। তবে যাদের হাতে মূল দায়িত্ব, তারাই দায়ী এবং তারাই জবাবদিহি করবে। আমাদের জবাবদিহি হওয়া উচিত চেয়ারম্যানের কাছে। আপনি জানেন, আমিও জানি—নির্বাচক কমিটিই নিজেরা বলে, ‘আমরা দল গঠন করি, আমরা খেলোয়াড় নিই।’ তারা নিজেরাই জানিয়ে দিচ্ছে যে দলের রাশ কাদের হাতে। আর কিছু আছে বলার মতো?’ রিজওয়ানের এই বক্তব্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ জটিলতা এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে উঠে গেল বড় প্রশ্ন।
