আজকাল ওয়েবডেস্ক: টেস্ট ক্রিকেটের ইতিহাসে লজ্জার মুখে ভারতীয় ক্রিকেট। ৯১ বছরে এই প্রথম ভারতের মাটিতে একটিও বল না খেলেই টেস্ট ম্যাচ পরিত্যক্ত ঘোষণা হতে চলেছে। এর আগে এশীয় উপমহাদেশে এরকম উদাহরণ এবার মাত্র ছিল। ১৯৯৮ সালে ফয়জলাবাদে একটিও বল না খেলে পাকিস্তান এবং জিম্বাবোয়ের মধ্যে টেস্ট পরিত্যক্ত হয়ে যায়। টেস্ট ক্রিকেটের ইতিহাসে মোট সাতবার এরকম ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, 'একটানা বৃষ্টির জন্য আফগানিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যে একমাত্র টেস্টের চতুর্থ দিনের খেলাও পরিত্যক্ত হয়ে গিয়েছে।' বলা হয়েছিল, স্টেডিয়াম পর্যবেক্ষণের পর শুক্রবার সকাল আটটায় খেলা শুরু হতে পারে। কিন্তু শেষপর্যন্ত একটি বলও খেলা হয়নি। টেস্ট ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। এর আগে ভারতের মাটিতে এমন ঘটনা কোনওদিন ঘটেনি। ১৯৩৩ সালে ভারতে প্রথম টেস্ট ম্যাচ হয়। ৯১ বছরের ইতিহাসে এই প্রথম ভারতীয় ক্রিকেটের মুখ পুড়ল। 

গত এক সপ্তাহ ধরে একটানা বৃষ্টি হচ্ছে গ্রেটার নয়ডায়। প্রথম দু'দিন খারাপ নিকাশি ব্যবস্থার জন্য ম্যাচ বাতিল হয়ে যায়। বৃষ্টি না হলেও ভেজা মাঠের জন্য প্রথম দু'দিন খেলাই হয়নি। তৃতীয় এবং চতুর্থ দিন খেলা ভেস্তে দেয় বৃষ্টি। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আগে জানানো হয়েছিল, এই টেস্ট ম্যাচ কানপুর বা বেঙ্গালুরুতে করার প্রস্তাব দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু দুই ভেন্যুতে অন্যান্য ম্যাচ থাকায় তাঁরা গ্রেটার নয়ডাতেই খেলার সিদ্ধান্ত নেয়। সদ্য বেঙ্গালুরুতে দলীপ ট্রফির খেলা শেষ হয়েছে। কানপুরে ভারত-বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টেস্ট হবে। যদিও সেটা দেরী ছিল। আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্ট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অঙ্গ ছিল না। কিন্তু শ্রীলঙ্কা এবং ভারতের বিরুদ্ধে নামার আগে উপমহাদেশের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ ছিল কিউয়িদের সামনে। অন্যদিকে ২০২১ সালের পর লাল বলের ক্রিকেটে জয় পায়নি আফগানিস্তান। এবার চাকা ঘোরানোর লক্ষ্য ছিল আফগানদের।