আজকাল ওয়েবডেস্ক: মেজর লিগ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে সান ফ্রান্সিসকো ইউনিকর্ন্সের হয়ে  ৫১ বলে ১৫১ রানের ঝোড়ো ইনিংস খেললেন ফিন অ্যালেন। ১৯টি ছক্কা ও ৫টি বাউন্ডারিতে সাজানো ছিল তাঁর ইনিংস। ফিন অ্যালেনের বিধ্বংসী ব্যাটিংয়ে ২০ ওভারে সান ফ্রান্সিসকো ইউনিকর্নস করে ৫ উইকেটে ২৬৯ রান। রান তাড়া করতে নেমে ওয়াশিংটন ফ্রিডম ১৩.১ ওভারে ১৪৬ রানে শেষ হয়ে যায়। অ্যালেন একা ১৫১ রান করেন। ওয়াশিংটন ফ্রিডম সেই রানও তুলতে ব্যর্থ হয়। 

এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এখন অ্যালেনের দখলে। ৪৯ বলে অ্যালেন দেড়শো রান করেন। টি-টোয়েন্টি ফরম্যাটে দ্রুততম দেড়শ ছোঁয়ার রেকর্ড এটাই। 

২৬ বছর বয়সী অ্যালেনের ১৫১ রানের ইনিংসে বাউন্ডারি থেকেই এসেছে ১৩৪ রান। এর মধ্যে শুধু ছক্কা থেকে এসেছে ১১৪ রান। অ্যালেনের ১৫১ রান মেজর লিগ ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ২০২৩ সালের প্রথম সংস্করণে এমআই নিউ ইয়র্কের হয়ে নিকোলাস পুরানের অপরাজিত ১৩৭ ছিল আগের সর্বোচ্চ।

এ দিন তার ৩৪ বলে সেঞ্চুরি টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে দ্বিতীয় দ্রুততম। সবার আগে ২০১৩ আইপিএলে গেইলের ৩০ বলে সেঞ্চুরি। বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে ক্রিকেটবিশ্বে পরিচিত হলেও এখনও আইপিএলে খেলার সুযোগই পাননি অ্যালেন!

২০২১ আইপিএলে জশ ফিলিপের বদলি হিসেবে তাঁকে দলে নিয়েছিল বেঙ্গালুরু। কিন্তু সেবার কোনও ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। গতবারের মেগা নিলামে তার বেসপ্রাইস ছিল ২ কোটি টাকা। সেখানেও তিনি অবিক্রিত ছিলেন। আইপিএল শেষ হতেই বিধ্বংসী ব্যাটিং করলেন অ্যালেন।