আজকাল ওয়েবডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ নিয়ে উত্তেজনার পারদ চড়ছে। বিশ্বের অন্যতম বৃহত্তম ক্রীড়া আসরের চূড়ান্ত ড্র অনুষ্ঠিত হতে চলেছে শুক্রবার রাতে।

এই ড্র-কে ঘিরে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস তুঙ্গে। ২০২৬ সালের বিশ্বকাপ হবে ঐতিহাসিক হতে চলেছে আরও একটা কারণে। এই বছর প্রথমবার ৪৮টি দল অংশ নেবে বিশ্বকাপে।

৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের ড্র। এখান থেকেই নির্ধারিত হবে সব গ্রুপ ও ম্যাচসূচি।

আগামী বছর বিশ্বকাপটি আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ৪৮ দলকে ভাগ করা হবে ১২টি গ্রুপে, প্রতিটিতে চারটি করে দল।

এক নম্বর পটে থাকবে শীর্ষ ন’টি বাছাই করা দল এবং তিনটি আয়োজক দেশ। ড্রয়ের আগে আয়োজক তিন দলকে তাদের নির্দিষ্ট গ্রুপে রাখা হয়েছে।

মেক্সিকো গ্রুপ ‘এ’, কানাডা গ্রুপ ‘বি’ এবং যুক্তরাষ্ট্র গ্রুপ ‘ডি’। অন্যদিকে, আরও চারটি দল কেপ ভার্দে, কুরাসাও, জর্ডান ও উজবেকিস্তান প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে।

জানা গিয়েছে, ড্র অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাম, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা। কোথায় দেখা যাবে ফিফা বিশ্বকাপের ড্র? এই প্রতিবেদনে জেনে নিন বিস্তারিত।

ফিফা বিশ্বকাপ ২০২৬ ড্র: বিস্তারিত

তারিখ: ৫ ডিসেম্বর
স্থান: কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস
সময়: রাত ১০:৩০ (ভারতীয় সময়)

ড্র লাইভ স্ট্রিমিং: ভারতের কোনও টিভি চ্যানেল ড্র-টি লাইভ সম্প্রচার করবে না। তবে ফ্যানরা ফিফা+ অ্যাপ এবং ফিফা বিশ্বকাপের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে ড্র সরাসরি দেখতে পারবেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬ ড্র পট:

পট ১: কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানি

পট ২: ক্রোয়েশিয়া, মরক্কো, কলম্বিয়া, উরুগুয়ে, সুইজারল্যান্ড, জাপান, সেনেগাল, ইরান, দক্ষিণ কোরিয়া, ইকুয়েডর, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া

পট ৩: নরওয়ে, পানামা, মিশর, আলজেরিয়া, স্কটল্যান্ড, প্যারাগুয়ে, তিউনিশিয়া, আইভরি কোস্ট, উজবেকিস্তান, কাতার, দক্ষিণ আফ্রিকা

পট ৪: জর্ডান, কেপ ভের্দে, কুরাসাও, ঘানা, হাইতি, নিউজিল্যান্ড, চারটি ইউরোপীয় প্লে-অফ বিজয়ী এবং দুটি ইন্টারকন্টিনেন্টাল প্লে-অফ বিজয়ী

গ্রুপ পর্বে প্রতিটি দল খেলবে তিনটি করে ম্যাচ। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি নকআউটে উঠবে। সঙ্গে থাকবে আটটি সেরা তৃতীয়-স্থানের দল, যা থেকে তৈরি হবে ‘রাউন্ড অফ ৩২’। বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৯ জুলাই।