আজকাল ওয়েবডেস্ক: বড় সড় শাস্তি নেমে এল বোকা জুনিয়র্সের মিডফিল্ডার আন্দের হেরেরার উপরে। ক্লাব বিশ্বকাপে আন্দের হেরেরা তেড়ে গিয়েছিলেন রেফারির দিকে।
সেই কারণে তাঁকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বোকা জুনিয়র্সের ডিফেন্ডার নিকোলাস ফিগালের উপরেও সমান সংখ্যক ম্যাচের নিষেধাজ্ঞা নেমে এসেছে।
ক্লাব বিশ্বকাপে বোকা জুনিয়র্স ও বেনফিকার মধ্যে সমানে সমানে ম্যাচ হয়। শেষমেশ খেলাটি ২-২ গোলে শেষ হয়।
একাধিক বার লাল কার্ড বের করেন রেফারি। দু' দলের মোট তিন জন খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হয়। রেফারি সিজার রামোস বেনফিকাকে পেনাল্টি দেওয়ার পরে সাইডলাইনে মেজাজ হারান ৩৫ বছর বয়সি ফুটবলার।
রেফারি যখন মাঠের পাশে মনিটরে রিপ্লে দেখছিলেন, সেই সময়ে তাঁর দিকে তেড়ে যান হেরেরা। তাঁকে থামানোর চেষ্টা করেন মাঠের এক নিরাপত্তাকর্মী। তবু থামানো যাচ্ছিল না হেরেরাকে। পরে বোকা জুনিয়র্সের সাপোর্ট স্টাফরা তাঁকে সরিয়ে নিয়ে যান। রেফারি লাল কার্ড দেখান তাঁকে।
নির্ধারিত সময়ের খেলা শেষ হতে মিনিট দুয়েক বাকি তখন। বেনফিকার ফ্লোরেন্তিনো লুইসকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ৩১ বছর বয়সী আর্জেন্টাইন ডিফেন্ডার ফিগাল।
দুই তারকা ফুটবলারের উপরে চার ম্যাচের নিষেধাজ্ঞা নেমে আসা মেনে নিতে পারছে না বোকা জুনিয়র্স। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা আবেদন করবে। এর পরে ক্লাব বিশ্বকাপে বোকা জুনিয়র্স খেলবে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে।
