আজকাল ওয়েবডেস্ক: প্রথম সেমিফাইনাল জিতে সুপার কাপের ফাইনালে আগেই পৌঁছে গিয়েছিল ইস্টবেঙ্গল। লাল-হলুদ ব্রিগেড ৩-১ গোলে হারিয়েছিল পাঞ্জাব এফসিকে। 

দ্বিতীয় সেমি-যুদ্ধ জিতে ফাইনালের ছাড়পত্র জোগাড় করল এফসি গোয়া।  অন্যদিকে মানোলোর দল ২-১ -এ হারাল  মুম্বই সিটিকে। 

ফলে  ৭ তারিখের ফাইনালে ইস্টবেঙ্গলের সামনে এফসি গোয়াই। 

বিরতির সময় খেলার ফল ছিল ২-০। দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করে মুম্বই। শেষ হাসি তোলা থাকে গোয়ার জন্যই। 

২১ মিনিটে ব্রাইসন এগিয়ে দিয়েছিলেন গোয়াকে। তার ঠিক দু'মিনিট পরই গোল করেন ডেভিড টিমর। এফসি গোয় ২-০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে ব্র্যান্ডন ফার্নান্দেজ একটি গোল করে ব্যবধান কমান। 

ফাইনালে ইস্টবেঙ্গলকে বেগ দেওয়ার জন্য তৈরি গোয়া। মানোলো থাকবেন তাদের ডাগ আউটে। ইস্টবেঙ্গল কিন্তু ফাইনালে পাচ্ছে না অস্কার ব্রুজোঁকে। এদিন শেষ চারের লড়াইয়ে লাল কার্ড দেখেন অস্কার।  ফলে ফাইনালে হয়তো বিনো জর্জের হাতেই থাকবে ইস্টবেঙ্গলের রিমোট কন্ট্রোল। গ্যালারি থেকে নির্দেশ দেবেন অস্কার। 

এদিন পাঞ্জাবের বিরুদ্ধে অস্কার উঠে যাওয়ার পরে লাল-হলুদ ফুটবলাররা আরও দায়িত্ববোধের পরিচয় দেন। দ্বিতীয়ার্ধ জুড়ে প্রাধান্য রেখে ম্যাচটা জিতে নেয়। ফাইনালেও মরিয়া ইস্টবেঙ্গলকে দেখা  যাবে বলেই  বিশ্বাস লাল-হলুদ ভক্তদের।