আজকাল ওয়েবডেস্ক: আন্ডার পারফরমার থেকে ম্যাচ উইনার। সঞ্জু স্যামসন আচমকাই অন্ধকার থেকে আলোয়। ঘরোয়া ক্রিকেটে তাঁর নাম শোনা যেত, আইপিএলও খেলছিলেন। কিন্তু জাতীয় দলের জার্সিতেই তাঁকে বেশি দেখা যেত না।
তিনি একপ্রকার উপেক্ষিতই থেকে গিয়েছিলেন। ২০১১ সাল থেকে পেশাদার ক্রিকেট খেলছেন সঞ্জু স্যামসন। কিন্তু কেরলের ক্রিকেটারের অভিষেক ঘটে ২০১৫ সালে। তার থেকেও বড় কথা দেশের জার্সিতে দ্বিতীয় ম্যাচটি খেলার জন্য সঞ্জুকে অপেক্ষা করে থাকতে হয়েছিল পাঁচ বছর।
প্রতিশ্রুতিমান খেলোয়াড় হিসেবে তাঁর নাম ছড়িয়ে পড়েছিল দেশের ক্রিকেটে। কিন্তু ভারতীয় দলে তাঁর জায়গা হতো না কেন? এই প্রশ্নটাই ছুড়ে দেওয়া হয়েছিল সঞ্জুর বাবাকে। একটি মালায়লম সংবাদমাধ্যমের সামনে বিস্ফোরক মন্তব্য করে বসেন সঞ্জুর বাবা। তিনি ভারতের তিন তারকা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি ও রোহিত শর্মা এবং ভারতের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়কে অভিযুক্ত করেন।
বিশ্বনাথ বলেছেন, ''তিন-চার জন মানুষ আমার ছেলের কেরিয়ারের গুরুত্বপূর্ণ ১০ বছর নষ্ট করে দিয়েছে। অধিনায়ক হিসেবে ধোনি, বিরাট ও রোহিত এবং কোচ হিসেবে রাহুল দ্রাবিড় আমার ছেলের জীবন ধ্বংস করেছে। ওঁরা যতবার সঞ্জুর ক্ষতি করার চেষ্টা করেছে, প্রতিবারই দারুণ শক্তিশালী হয়ে ধরা দিয়েছে সঞ্জু।''
৯ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে সঞ্জু স্যামসন খেলেছেন ৫১টি ম্যাচ। এর মধ্যে ৪০টি ম্যাচে ধোনি, কোহলি বা রোহিত অধিনায়ক ছিলেন না। রাহুল দ্রাবিড় কোচ থাকাকালীনও খুব বেশি সুযোগ পাননি সঞ্জু। বরং ভিভিএস লক্ষ্মণের আমলেই তিনি বেশি সুযোগ পেয়েছেন।
অতীতে যুবরাজ সিংয়ের বাবা মারাত্মক অভিযোগ এনেছিলেন মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে। বলেছিলেন ভুবনজয়ী অধিনায়কের জন্যই যুবির কেরিয়ার নষ্ট হয়েছে। এবার সঞ্জু স্যামসনের বাবাও সেই অভিযোগ আনলেন। এবার শুধু একা ধোনি নন, বিরাট-রোহিত-দ্রাবিড়ও রয়েছেন।
