আজকাল ওয়েবডেস্ক: ক্রীড়া জগতে নক্ষত্রপতন। প্রয়াত প্রখ্যাত টেবিল টেনিস প্রশিক্ষক ভারতী ঘোষ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। জানা গিয়েছে, বেশ কয়েক মাস ধরে তিনি বার্ধ্যক্যজনিত রোগে ভুগছিলেন। ক্রীড়াজগৎ থেকে রাজনৈতিক জনপ্রতিনিধি, সকলেই তাঁর চিকিৎসার সহায়তায় এগিয়ে এসেছিলেন। গত ২০ ফেব্রুয়ারি ভারতী ঘোষের অসুস্থতার খবর শুনে তাঁর বাড়িতে গিয়ে চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।
তাঁর হস্তক্ষেপেই ভারতী ঘোষকে শিলিগুড়ির মাটিগাড়ার একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। কিন্তু সোমবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়ামহলে। রাজ্য সরকারের তরফে ২০১৯ সালে বঙ্গরত্ন এবং ২০২১ সালে ক্রীড়া দপ্তরের তরফে ভারতী ঘোষকে ‘ক্রীড়াগুরু’ সম্মানে ভূষিত করা হয়েছিল। প্রশিক্ষকের ডিগ্রি না থাকলেও ভারতী ঘোষ শুধু উত্তরের নন, রাজ্যের অন্যতম সেরা টেবিল টেনিস প্রশিক্ষক হিসেবে পরিচিত ছিলেন।
এদিন অর্জুন পুরস্কারপ্রাপ্ত আরেক টেবিল টেনিস তারকা মান্তু ঘোষ জানান, ‘ভারতীদির প্রয়াণ ক্রীড়াজগতের এক অপূরণীয় ক্ষতি। তাঁর প্রশিক্ষণে অনেক টেবিল টেনিস খেলোয়াড় তারকা হিসেবে উঠে এসেছেন।’ অন্যদিকে মেয়র গৌতম দেব জানান, ‘খুব খারাপ লাগছে। তাঁকে সুস্থ করার চেষ্টা করেছিলাম। কিন্তু বার্ধক্যজনিত অনেক সমস্যা ছিল। ক্রীড়াগুরু ও বঙ্গরত্ন সম্মান পেয়েছিলেন তিনি।’
