আজকাল ওয়েবডেস্ক: টিম ইন্ডিয়ার পর এবার আইপিএলেও রাহুল দ্রাবিড়ের সঙ্গী সাইরাজ বাহুতুলে। রাজস্থান রয়্যালসের স্পিন বোলিং কোচ হিসেবে যোগ দেবেন ভারতের প্রাক্তনী। ২০১৮ থেকে ২০২১ পর্যন্ত রাজস্থানে ছিলেন তিনি। তারপর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দেন। এবার সেখান থেকেই আবার পুরোনো জায়গায় ফিরছেন। বোর্ডের চাকরি ছেড়ে ফিরছেন আইপিএলে। হেড কোচ রাহুল দ্রাবিড় এবং বোলিং কোচ শেন বন্ডের সঙ্গে কাজ করবেন তিনি। এর আগে দ্রাবিড় টিম ইন্ডিয়ার হেড কোচ থাকাকালীন তাঁর সঙ্গে কাজ করেন বাহুতুলে। স্পিন বোলিং কোচ ছিলেন। আবার পুরোনো বন্ধুর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে খুশি।
বাহুতুলে বলেন, 'আলোচনা চলছে। প্রায় চূড়ান্ত পর্যায় চলে গিয়েছে। আরও কিছু খুঁটিনাটি ঠিক করা বাকি। তবে আবার রাজস্থান রয়্যালসে ফিরতে পেরে উত্তেজিত। আবার রাহুলের সঙ্গে যোগ দিতে পেরেও দারুণ লাগছে। ওর জন্য ২০২৩ বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি। শ্রীলঙ্কাতেও আমি ওর কোচিং স্টাফের অঙ্গ ছিলাম। আবার ওর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে উত্তেজিত। পুনর্মিলনের অপেক্ষায়' বোর্ডের চাকরি ছেড়ে শেষপর্যন্ত প্রাক্তন সহকারী আবার রাহুল দ্রাবিড়ের সঙ্গেই যোগ দেওয়ার জন্য তৈরি।
