আজকাল ওয়েবডেস্ক: টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যাবতীয় অনুরোধ দূরে ঠেলে অস্তাচলে গেলেন কোহলি। বিদায়বেলায় ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি জানিয়ে দিলেন, ''১৪ বছর আগে টেস্ট ক্রিকেটে ব্যাগি ব্লু জার্সি পরেছিলাম। সত্যি বলতে, কখনও কল্পনা করতে পারিনি এই ফরম্যাট আমাকে এতদূর এগিয়ে নিয়ে যাবে। টেস্ট ক্রিকেট আমার পরীক্ষা নিয়েছে, আমাকে গড়ে তুলেছে এবং আমাকে যা শিক্ষা দিয়েছে, তা সারাজীবনের সঙ্গী।''
ইংল্যান্ড সফরের আগেই ভারতের ক্রিকেটে নাটকীয়তা। ভারতের ক্রিকেটে পালাবদল। কোহলি-হীন ভারত যাচ্ছে ইংল্যান্ডে। বিরাটের অভাব অনুভব করবেন ইংল্যান্ডের টেস্ট ক্যাপ্টেন বেন স্টোকস। কোহলি টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন শুনে মেসেজ করেছিলেন স্টোকস। এক ভিডিও বার্তায় স্টোকসকে বলতে শোনা গিয়েছে, ''আমি কোহলিকে টেক্সট করে বলেছিলাম যে এবার ওর বিরুদ্ধে না খেলাটা লজ্জার ব্যাপার হবে। বিরাটের বিরুদ্ধে খেলতে আমার ভাল লাগে। আমরা সবসময়েই প্রতিযোগিতা উপভোগ করে এসেছি। কারণ মাঠে নামলে আমাদের মানসিকতা একই থাকে। তা হল যুদ্ধ।''
কোহলির জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয় বলে উল্লেখ করেন স্টোকস। তিনি বলছেন, ''কোহলি অসাধারণ। সব ধরনের প্রশংসার দাবিদার বিরাট। ভারতে এবং ইংল্যান্ডেও বিরাটকে দারুণ প্রশংসা করা হয়।''
টি-টোয়েন্টি ফরম্যাট থেকে আগেই সরে গিয়েছেন কোহলি। এবার সরে গেলেন টেস্ট থেকে। এবারের ইংল্যান্ড সিরিজটা ফাঁকা ফাঁকা ঠেকবে স্টোকসের কাছে। বিরাট ছাড়া লড়াই কে লড়বে?
