আজকাল ওয়েবডেস্ক: টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে বিরল নজির ইংল্যান্ডের।
ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে দ্বিতীয় দিনের শেষে ৫৩৩ রানের লিড নিয়ে ফেলেছে বেন স্টোকসের ইংল্যান্ড। চার জন ব্যাটার ৫০ বা তার বেশি রান করে ফেলেছেন। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২৮০ রানের জবাবে নিউজিল্যান্ড শেষ হয়ে যায় ১২৫ রানে। ইংরেজ পেসার গাস অ্যাটকিনসন হ্যাটট্রিক করেন। জবাবে দিনের শেষে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে তুলেছে ৩৭৮/৫।
ম্যাচে বিরল নজির গড়েছে ইংল্যান্ড। টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে ইংল্যান্ড প্রথম দল হিসেবে ৫ লক্ষ রান করে ফেলল। প্রসঙ্গত, এটি ইংল্যান্ডের ১,০৮২ তম টেস্ট।
টেস্টে সর্বাধিক দলগত রানের তালিকায় দুইয়ে আছে অস্ট্রেলিয়া। তাদের রান ৪ লক্ষ ২৮ হাজার ৮৬৮। আর তিনে ভারত। তাদের সংগ্রহ ২ লক্ষ ৭৮ হাজার ৭৫১ রান। এই মুহূর্তে ভারত ও অস্ট্রেলিয়া বর্ডার–গাভাসকার ট্রফি খেলতে ব্যস্ত।
এদিকে, বেসিন রিজার্ভে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড পাকিস্তানের। ২০০৩ সালে পাকিস্তান এই রান তাড়া করে জিতেছিল কিউয়িদের বিরুদ্ধে। তাই ইতিহাস মানলে, এই টেস্ট ইংল্যান্ডের জয় সময়ের অপেক্ষা।
ওয়েলিংটনে এদিন অন্য রেকর্ডও হয়েছে। এই মাঠে ৯৪ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম কেউ হ্যাটট্রিক করলেন। ইংরেজ পেসার গাস অ্যাটকিনসন শনিবার হ্যাটট্রিক করেন। তিনি ইংল্যান্ডের ১৪ তম বোলার যিনি টেস্টে হ্যাটট্রিক করলেন। এটিই তাঁর টেস্টে প্রথম হ্যাটট্রিক।
