আজকাল ওয়েবডেস্ক: ভারত প্রথম ইনিংসে করেছিল ৩৫৮ রান। ইংল্যান্ড প্রথম ইনিংস শেষ করল ৬৬৯ রানে। ভারতের থেকে ৩১১ রানে এগিয়ে ইংরেজরাপাহাড় প্রমাণ রানের বোঝা ভারতীয় ব্যাটিংয়ের উপরে চাপিয়ে দিয়ে টেস্ট ম্যাচ জেতার স্বপ্ন দেখছে ইংল্যান্ড। ইনিংস হার বাঁচানোর চেষ্টায় ভারত।

ভারত দ্বিতীয় ইনিংস ব্যাট করতে নেমে ২ উইকেট হারাল টিম ইন্ডিয়াওপেনার যশস্বী জয়সওয়াল ফিরে গিয়েছেন শূন্য রানে। সাই সুদর্শনও খাতা না খুলে প্যাভিলিয়নে। ভারত প্রবল চাপে। লোকেশ রাহুল ও ভারত অধিনায়ক শুভমান গিলের উপরে সব দাঁড়িয়ে

ভারতীয় বোলিংকে নিয়ে ছেলেখেলা করে ইংল্যান্ড করল ৬৬৯ রান। আর দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ভারত কিন্তু রীতিমতো ঝামেলায়। এই টেস্ট কি বাঁচাতে পারবে গিলের ভারত? সিরিজে পিছিয়ে ভারতীয় ব্রিগেডম্যানচেস্টারে হেরে গেলেই সিরিজ ইংল্যান্ডের।

আরও পড়ুন: ভারতীয় ফুটবল নিয়ে হাসি-মস্করা! জাভি-গুয়ার্ডিওলার নাম দিয়ে ভুয়ো মেল ফেডারেশনকে

তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের রান ছিল ৭ উইকেটে ৫৪৪। চতুর্থ দিনের শুরুতে বুমরাহর বলে লিয়াম ডসন (২৬) আউট হলেও ইংল্যান্ড অধিনায়ক স্টোকস ছিলেন দুরন্ত। তাঁকে রোখে কার সাধ্যি! স্টোকস খেললেন ১৪১ রানের ইনিংস

ব্রাইডন কার্সকে সঙ্গে নিয়ে ৯৫ রানের পার্টনারশিপ গড়েন তিনি। সেঞ্চুরি হয়ে যাওয়ার পর স্টোকস আরও গতি আনেন নিজের ব্যাটিংয়েভারতীয় বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করলেন স্টোকস। ১৬৪ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। বাকি ৪১ রান করেন ৩৪ বলে।

শেষমেশ জাদেজার বলে তাঁর ক্যাচ ধরেন সাই সুদর্শন। স্টোকসের ইনিংসে সাজানো ছিল ১১টি চার ও ৩টি ছক্কা। ব্যক্তিগত ৪৭ রানে আউট হন কার্স। তিনি জাদেজার শিকার। ভারতীয় বোলিং নির্বিষ দেখায়জাদেজা চার-চারটি উইকেট নেন। বুমরাহওয়াশিংটন সুন্দর ২টি করে উইকেট নেন। সিরাজ এবং অংশুল কম্বোজের নামের পাশে লেখা একটি করে উইকেট। ভারতের দ্বিতীয় ইনিংসে ক্রিস ওকস দুটি উইকেট নেন। যশস্বী ও সুদর্শন অসহায় আত্মসমর্পণ করেন ইংরেজ বোলারের কাছে। 

আরও পড়ুন: নিজের দোষেই চোট পেল পন্থ, বলছেন এই প্রাক্তন ইংরেজ ক্রিকেটার