আজকাল ওয়েবডেস্ক: মেয়েদের ক্রিকেটে এবার থেকে নতুন নিয়ম চালু করল ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড। মহিলাদের ক্রিকেটে আর অংশ নিতে পারবে না রূপান্তরকামীরা। সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী, তাঁরা মহিলাদের ক্যাটাগরিতে পড়ে না। ফুটবল অ্যাসোসিয়েশনের একই নিয়ম চালু করার ২৪ ঘণ্টার মধ্যেই সেই পথেই হাঁটল ইসিবি। একটি বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নতুন নিয়ম অনুযায়ী, রূপান্তরকামীদের মেয়েদের ক্রিকেটে অংশ নেওয়ার অধিকার নেই। ইসিবির বিবৃতিতে বলা হয়েছে, 'এখন থেকে যারা জন্মসূত্রে মহিলা, শুধুমাত্র তাঁরাই মেয়েদের ক্রিকেটে খেলতে পারবে। রূপান্তরকামী মহিলা এবং মেয়েরা ওপেন এবং মিক্সড ক্রিকেটে খেলতে পারবে।' 

ইসিবি জানায়, খেলাধুলোর খাতিরে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী তাঁরা এই নিয়ম চালু করতে বাধ্য হচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, 'ক্রিকেটে আমরা কোনও লিঙ্গ বৈষম্য রাখতে চাই না। আমরা প্লেয়ারদের আনন্দ রক্ষা করতে চাই। সে যে লিঙ্গের হোক না কেন। কিন্তু সুপ্রিম কোর্টের নতুন নিয়মের জন্য আমরা এই পরিবর্তন ঘোষণা করতে বাধ্য হলাম।' একদিন আগেই, বৃহস্পতিবার ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়ে দেয়, ১ জুন থেকে রূপান্তরকামীরা মেয়েদের ফুটবলে অংশ নিতে পারবে না। ১৫ এপ্রিল এই নিয়ম পাস করে সুপ্রিম কোর্ট। স্কটিশ সরকারের বিরুদ্ধে একটি আবেদন করে 'ফর উইমেন স্কটল্যান্ড'। তারপরই এই রায় দেয় সুপ্রিম কোর্ট। ইসিবি আরও জানায়, এই নিয়ম ট্রান্সজেন্ডার মহিলা এবং মেয়েদের ওপর বড় প্রভাব ফেলবে। তবে তাঁদের পাশে থাকছে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড। আরও জানানো হয়, ক্রিকেটে লিঙ্গ বৈষম্যের কোনও জায়গা ছিল না। এই প্রেক্ষিতে ইকুয়ালিটি এবং হিউম্যান রাইটস কমিশনের রিপোর্ট খতিয়ে দেখা হবে।