আজকাল ওয়েবডেস্ক: টেস্ট চ্যাম্পিয়নশিপের গত আসরের মতো এবারও মন্থর ওভার রেটের জন্য শাস্তি পেয়েছে ইংল্যান্ড। ভারতের বিরুদ্ধে লর্ডস টেস্টের পর পয়েন্ট কাটা গিয়েছে ইংরেজদেরহতাশায় মূহ্যমান বেন স্টোকসরা। ইংল্যান্ড অধিনায়ক মন্থর ওভার রেটের নিয়ম পুনর্বিবেচনা করার জন‍্য আইসিসি-র কাছে আহ্বান জানিয়েছেন

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে উত্তেজনার বারুদ রয়েছে। লর্ডসে জিতেও পুরো পয়েন্ট পায়নি ইংল্যান্ড। পূর্ণ পয়েন্ট পাওয়া হয়নি তাদের। আইসিসি জানায়, ম্যাচে নির্ধারিত সময়ে ২ ওভার পিছিয়ে ছিল ইংল্যান্ড। ফলে নিয়ম অনুযায়ী, ২ পয়েন্ট কেটে নেওয়া হয় স্টোকসদের

পাশাপাশি ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা হয় ইংরেজ ক্রিকেটারদেরপয়েন্ট কাটা যাওয়ায় টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় দ্বিতীয় স্থান থেকে তৃতীয় স্থানে নেমে িয়েছে ইংল্যান্ড। তাদের ঝুলিতে এখন ২২ পয়েন্ট (৬১.১১ শতাংশ)।

আরও পড়ুন:‌ খিদে এখনও মরেনি, নাভ্রাতিলোভার ২১ বছর আগের স্মৃতি ফেরালেন ভিনাস

গতবারের টেস্ট চ্যাম্পিয়নশিপেও মন্থর ওভাররেট ছিল ইংল্যান্ডের। সেবার অ্যাশেজ সিরিজে চার ম্যাচে ১৯ ও নিউ জিল্যান্ডের বিপক্ষে এক ম্যাচেপয়েন্ট কাটা যায়। যে কারণে ফাইনাল খেলার সম্ভাব্য সুযোগ হারায় দলটি।

Ben Stokes goes up in appeal, England vs India, 4th Test, Manchester, 1st day, July 23, 2025

ওল্ড ট্র্যাফোর্ড টেস্ট শুরুর আগে আইসিসির কাছে স্টোকসের আবেদন, ''ওভার রেট নিয়ে আমি চিন্তিত নই। এর অর্থ এই নয় যে ইচ্ছাকৃতভাবে খেলা মন্থর করা হচ্ছে। হতাশা বুঝতে পারছি, তবে আমি সত্যিই মনে করি এই নিয়মের কাঠামো র্যালোচনা করাপ্রয়োজন রয়েছে। একই নিয়ম এশিয়ার জন্য থাকতে পারে না। সেখানে ৭০ শতাংশ ওভার স্পিনাররা করে। সেই নিয়মই আবার নিউ জিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড মাটিতে খেলা হলে প্রযোজ্য নয়। কারণ এখানে ৭০ থেকে ৮০ শতাংশ ওভার পেসাররা করে।”

এদিকে ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হয়েছে চতুর্থ টেস্ট। ধীরে সুস্থে খেলার চেষ্টা করছে টিম ইন্ডিয়াম্যাঞ্চেস্টার টেস্টে শুভমন গিল টস হেরেছেন। আর ইংরেজ অধিনায়ক বেন স্টোকস মেঘলা আবহাওয়ার সুযোগ নিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছেন

স্টোকস, আর্চার, কার্স, ওকস দের বল লাফিয়েছে যথেষ্টই। বেশ কয়েকবার অস্বস্তিতে পড়েছেন যশস্বী ও রাহুল। একবার আউট হতে হতে বেঁচে গিয়েছেন যশস্বী। এদিকে, ম্যাঞ্চেস্টারে ভারতীয় দলে হল তিনটি বদল করা হয়েছেটেস্ট অভিষেক হল অংশুল কম্বোজেরবাদ পড়েছেন করুণ নায়ারপ্রথম টেস্টের পর ফের প্রথম একাদশে ফিরলেন সাই সুদর্শনদলে এসেছেন পেসার অলরাউন্ডার শার্দূল ঠাকুরওফর্মে না থাকায় বাদ গেলেন করুণ নায়ারএলেন সাই সুদর্শনচোটের জন্য নেই আকাশ দীপনীতীশ কুমার রেড্ডিতাঁদের জায়গায় এলেন অংশুল কম্বোজশার্দূল ঠাকুর

Ben Stokes in a contemplative mood at his press conference, England vs India, 4th Test, Manchester, July 22, 2025

অধিনায়ক শুভমন গিল টানা চারটি টেস্টেই টস হারলেনসিরিজে ভারত পিছিয়ে২ ব্যবধানে। তবে স্বস্তির জায়গা খেলছেন জসপ্রীত বুমরাহম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিনই ভালরকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আশঙ্কা রয়েছে গোটা দিনের ম্যাচ ভেস্তে যাওয়ার। আকুওয়েদারের রিপোর্ট বলছে, বুধবার ১৯ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ম্যাঞ্চেস্টারে। আর সময় যত গড়াবে বৃষ্টির পরিমাণও নাকি ততই বাড়বে। দুপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে ৬৫ শতাংশ। সারা দিনে ১.‌২ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে ম্যাঞ্চেস্টারে। 

আরও পড়ুন:‌ মাথা ঠাণ্ডা রেখে খেলছেন যশস্বী ও রাহুল, ম্যাঞ্চেস্টার টেস্টের লাঞ্চে ভারত তুলল বিনা উইকেটে ৭৮