আজকাল ওয়েবডেস্ক: লোকেশ রাহুল, শুভমন গিল, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজার দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাঞ্চেস্টার টেস্ট বাঁচিয়ে নিয়েছে ভারত। তবে সিরিজে এখনও পিছিয়ে ১–২ ব্যবধানে। এই পরিস্থিতিতে ৩১ জুলাই থেকে ওভালে শুরু হতে চলেছে পঞ্চম ও শেষ টেস্ট। তার আগে দলের শক্তি বৃদ্ধি করে নিলেন বেন স্টোকসরা। ইংল্যান্ড স্কোয়াডে যুক্ত করা হল জেমি ওভারটনকে।
প্রসঙ্গত, এই অলরাউন্ডার দেশের হয়ে মাত্র একটিই টেস্ট খেলেছেন। ২০২২ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁর অভিষেক হয়েছিল। সেই টেস্টে ৩১ বছর বয়সি এই ক্রিকেটার ৯৭ রান করেন এবং দু’টি উইকেটও নেন। যদিও এরপর থেকে টেস্ট দলের বাইরে রয়েছেন। আইপিএল খেলেছেন। বিশ্বজুড়ে নানান টি২০ লিগে অংশ নিয়েছেন। কিন্তু টেস্ট দলে সুযোগ পাচ্ছিলেন না। অবশেষে সেই অপেক্ষার অবসান হল। দেশের হয়ে ৬টি ওয়ানডে এবং ১২টি টি২০ খেলা ওভারটনকে তিন বছর পর টেস্টে সুযোগ দেওয়া হল।
ইসিবি’র তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘৩১ জুলাই, বৃহস্পতিবার থেকে ওভালে শুরু হতে চলেছে পঞ্চম টেস্ট। সেই ম্যাচের জন্য সারের অলরাউন্ডার জেমি ওভারটনকে দলে নেওয়া হল।’ ম্যাঞ্চেস্টার টেস্টের দল থেকে বাদ পড়া জশ টংকে দলে রাখা হয়েছে। চতুর্থ টেস্টের কথা ভুলে ওভালে নামতে চাইবেন বেন স্টোকসরা।
এটা ঘটনা, ৩১১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ১৪৩ ওভারে ৪ উইকেটে ৪২৫ রান করে ভারত। গিল (১০৩), লোকেশ রাহুল (৯০), জাদেজা (অপরাজিত ১০৭) এবং ওয়াশিংটন (অপরাজিত ১০১) বুক চিতিয়ে লড়াই করে ইংল্যান্ডের মুখের গ্রাস ছিনিয়ে নেন।
ওভাল টেস্টের জন্য ইংল্যান্ড স্কোয়াড
বেন স্টোকস (অধিনায়ক), জফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, লিয়াম ডসন, বেন ডাকেট, জেমি ওভারটন, অলি পোপ, জো রুট, জেমি স্মিথ, জশ টং, ক্রিস ওকস।
এটা ঘটনা, ২০২৭ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেল চলছে। সেই লক্ষ্যেই দৌড় শুরু করেছে বিশ্বের ন’টা দল। তাতে রয়েছে ভারতও। ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই করে টেস্ট ড্র করেছে ভারত। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট বেড়েছে তাদের।
চারটে টেস্টের মধ্যে একটা জিতেছে ভারত। হেরেছে দুটো। একটা টেস্ট ড্র হয়েছে। ফলে ভারতের পয়েন্ট ১৬। শুভমন গিলদের পয়েন্টের শতাংশ ৩৩.৩৩। এই পয়েন্টের শতাংশের উপরেই নির্ভর করে কোন দুই দল ফাইনাল খেলবে। পয়েন্ট তালিকায় আপাতত চার নম্বরে রয়েছে ভারত।
পয়েন্ট তালিকার শীর্ষে অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজকে তাদের দেশে তিনটে টেস্টেই হারিয়েছেন প্যাট কামিন্সরা। তাঁদের পয়েন্ট ৩৬। পয়েন্টের শতাংশ ১০০। দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা। দুটো টেস্টের মধ্যে তারা একটা জিতেছে। অপর টেস্ট ড্র হয়েছে। তাদের পয়েন্ট ১৬। শ্রীলঙ্কার পয়েন্টের শতাংশ ৬৬.৬৭।
ভারতকে দুটো টেস্টে হারিয়েছে ইংল্যান্ড। শ্রীলঙ্কার থেকে বেশি টেস্ট জিতলেও পয়েন্ট তালিকায় তিন নম্বরে রয়েছন বেন স্টোকসরা। কারণ, ইংল্যান্ড একটা টেস্ট হেরেছে। দুটো টেস্টে জয় ও একটা টেস্ট ড্রয়ের পর তাদের পয়েন্ট হওয়া উচিত ছিল ২৮। কিন্তু লর্ডসে মন্থর বোলিংয়ের জন্য ইংল্যান্ডের ২ পয়েন্ট কাটা গিয়েছে। ফলে তাদের পয়েন্ট ২৬। বেন স্টোকসদের পয়েন্টের শতাংশ ৫৪.১৬।
পাঁচ নম্বরে রয়েছে বাংলাদেশ। দুটো টেস্ট খেলে তারা একটা ড্র করেছে ও একটা হেরেছে। ৪ পয়েন্ট ও ১৬.৬৭ পয়েন্টের শতাংশ তাদের। তিনটে টেস্টই হারায় ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ও পয়েন্টের শতাংশ শূন্য। গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা এ বার এখনও কোনও সিরিজ খেলেনি। নিউজিল্যান্ড ও পাকিস্তানও খেলা শুরু করেনি। ফলে তারা এখনও কোনও পয়েন্ট পায়নি।
এদিকে, ঋষভ পন্থ মাঠে না থেকেও থাকবেন ওভালে। তাঁর ব্যাটিং গোটা বিশ্বকে অবাক করে দিয়েছে। পায়ের পাতায় চিড় ধরা এক ব্যাটসম্যান খোঁড়াতে খোঁড়াতে নেমে পড়লেন মাঠে।
