আজকাল ওয়েবডেস্ক:‌ ম্যাঞ্চেস্টার টেস্টে ৩১১ রানে পিছিয়ে ছিল টিম ইন্ডিয়া। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শূন্য রানে পড়ে যায় দুই উইকেট। দেখে মনে হচ্ছিল, ইনিংসে হারবে টিম ইন্ডিয়া। সেখান থেকে ১৪৩ ওভার ব্যাট করে টেস্ট বাঁচিয়েছে ভারত। শতরান করেছেন শুভমন গিল, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। ঠিক কখন তিনি বুঝে গিয়েছিলেন যে, এই টেস্ট বাঁচাতে পারবেন, তা জানিয়েছেন শুভমন।


ভারতীয় ক্রিকেট দল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছে। সেই ভিডিওয় সেখানে লড়াইয়ের নেপথ্য কাহিনি শুনিয়েছেন ভারত অধিনায়ক। শুভমন গিল বলেছেন, ‘‌শূন্য রানে ২ উইকেট পড়ার পর রাহুল ভাইয়ের সঙ্গে আমার জুটি হয়। সেখান থেকেই একটা বিশ্বাস তৈরি হয়েছিল যে আমরা পারব। আমাদের জুটির পরেই বুঝে গিয়েছিলাম, এই টেস্ট বাঁচিয়ে ফেলব। চতুর্থ দিনের শুরুতে যে জায়গায় ছিলাম সেখান থেকে ড্র করতে পেরে আমি খুব, খুব খুশি।’‌ 


চলতি সিরিজে নিজের চার নম্বর শতরান করেছেন শুভমন। তার মধ্যে একটা দ্বিশতরান। কিন্তু তার পরেও শুভমন জানিয়েছেন, ম্যাঞ্চেস্টারে খেলা ১০৩ রানের ইনিংস তাঁর কেরিয়ারের সেরা। তিনি বলেন, ‘‌এটা আমার খেলা সেরা ইনিংস। এই ইনিংস খেলে আমি স্বস্তি পেয়েছি।’‌


শুভমন ও রাহুল আউট হওয়ার পরে আবার সুযোগ পেয়েছিল ইংল্যান্ড। কিন্তু জাদেজা ও ওয়াশিংটনের জুটি ভাঙতে পারেননি বেন স্টোকসরা। দুই অলরাউন্ডারের প্রশংসা শোনা গিয়েছে অধিনায়কের গলায়। শুভমন বলেন, ‘‌যখন জাড্ডু ভাই ও ওয়াশিংটন ব্যাট করছিল, তখনও পরিস্থিতি সহজ ছিল না। বল কিছু না কিছু করছিল। কিন্তু যে ভাবে ওরা ঠান্ডা মাথায় ব্যাট করল, ওই পরিস্থিতি থেকে শতরান করল, তাতে এই টেস্টের মান অনেক বেড়েছে।’‌ 


তাঁদের এই দলকে সেরার তকমা দিয়েছেন শুভমন। তাঁর মতে, এই টেস্টে সেটা প্রমাণ হয়ে গিয়েছে। শুভমন বলেন, ‘‌১৪৩ ওভার ধরে একই মানসিকতা নিয়ে খেলা সহজ নয়। এটাই একটা ভাল দল ও একটা সেরা দলের তফাত গড়ে দেয়। এই টেস্টে আমরা প্রমাণ করে দিয়েছি যে আমাদের এই দল সেরা।’‌ 


ভারতের ড্রয়ে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন ওয়াশিংটন। টেস্ট কেরিয়ারে নিজের প্রথম শতরান করেছেন তিনি। নিজের শতরান পরিবারকে উৎসর্গ করেছেন ভারতীয় ক্রিকেটার। এই জয় তাঁদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। ওয়াশিংটন বলেন, ‘‌পিচ থেকে স্পিনাররাও সুবিধা পাচ্ছিল। তাই আমরা ঠিক করেছিলাম, শুধু বল দেখে সেই অনুযায়ী খেলব। এই ম্যাচ যে ড্র করতে পেরেছি তাতে আমি খুব খুশি। আমরা বাড়তি আত্মবিশ্বাস পেয়েছি।’‌ 

এদিকে ওভাল টেস্টের জন্য ১৫ জনের দল ঘোষণা করল ইংল্যান্ড। দলে আছেন:‌ বেন স্টোকস (অধিনায়ক), জফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, লিয়াম ডসন, বেন ডাকেট, জেমি ওভারটন, অলি পোপ, জো রুট, জেমি স্মিথ, জশ টং, ক্রিস ওকস।

এটা ঘটনা, ২০২৭ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেল চলছে। সেই লক্ষ্যেই দৌড় শুরু করেছে বিশ্বের ন’টা দল। তাতে রয়েছে ভারতও। ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই করে টেস্ট ড্র করেছে ভারত। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট বেড়েছে তাদের।