আজকাল ওয়েবডেস্ক: নতুন বিশ্বরেকর্ড জিম্বাবোয়ের। ২০২৬ টি টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের বাছাই পর্বের ম্যাচে গাম্বিয়ার বিরুদ্ধে জিম্বাবোয়ে করেছে ৪ উইকেটে ৩৪৪ রান।
প্রতিপক্ষ গাম্বিয়াকে ২৯০ রানে হারায় জিম্বাবোয়ে। জিম্বাবোয়ের রেকর্ডের দিনে একগুচ্ছ লজ্জার রেকর্ড করেছে গাম্বিয়া। গাম্বিয়ার বিরুদ্ধে জিম্বাবোয়ে করেছেন ৪ উইকেটে ৩৪৪ রান। এর আগে নেপালের ৩ উইকেটে ৩১৪ রান ছিল সর্বোচ্চ। কিন্তু জিম্বাবোয়ে ৩৪৪ রান করে ফেলায় এটিই সর্বোচ্চ রান। জিম্বাবোয়ের ব্যাটাররা ২৭টি ছক্কা মারেন। টি-টোয়েন্টিতেও সর্বোচ্চ।
ম্যাচে ২৭টি ছক্কা ও ৩০টি বাউন্ডারি মেরেছেন জিম্বাবোয়ের ব্যাটাররা। টি-টোয়েন্টিতে এটিও সর্বোচ্চ। গাম্বিয়ার ৫ বোলার পঞ্চাশের উপরে রান দিয়েছেন। এমন ঘটনা এর আগে ঘটেনি। গাম্বিয়ার পেসার মুসা ৪ ওভারে দিয়েছেন ৯৩ রান। টি-টোয়েন্টিতে এত রান কোনও বোলার দেননি। ২৯০ রানে জিতেছে জিম্বাবোয়ে। সব চেয়ে বড় ব্যবধানে জয় এটাই।
অপরাজিত ১৩৩ রান করেন মাত্র ৪৩ বলে। ১৫টি ছক্কা ও ৭টি বাউন্ডারি ছিল তাঁর ইনিংসে। জিম্বাবোয়ের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে সেঞ্চুরি করেন তিনি। ৩৩ বলে সেঞ্চুরি করেন তিনি।
