আজকাল ওয়েবডেস্ক: ইডেন ম্যাচের প্রথম ১১ ঘোষণা করল ইংল্যান্ড। অধিনায়ক জস বাটলার খেলবেন স্পেশালিস্ট ব্যাটার হিসেবে। আর উইকেটকিপিংয়ের দায়িত্বে থাকবেন ফিল সল্ট। প্রথম একাদশে চার পেসার নিয়ে নামছে ইংল্যান্ড। মার্ক উড ফিরছেন প্রথম একাদশে। গত আগস্টে তিনি শেষবার খেলেছিলেন। আর দেশের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন গত জুনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ বিশ্বকাপে।
প্রসঙ্গত, ভারতের বিরুদ্ধে পাঁচটি টি২০ খেলবে ইংল্যান্ড। যার প্রথমটা বুধবার ইডেনে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ২৫ ও ২৮ জানুয়ারি চেন্নাই ও রাজকোটে। ৩১ জানুয়ারি চতুর্থ ম্যাচ পুণেতে। আর ২ ফেব্রুয়ারি মুম্বইয়ে সিরিজের শেষ ম্যাচ।
নতুন বছরে এই প্রথম সাদা বলের ক্রিকেটে নামছে ইংল্যান্ড। ভারতও তাই। কোচ ব্রেন্ডন ম্যাকালাম আগ্রাসী ক্রিকেটের বার্তা দিয়েছেন।
ইডেনে ইংল্যান্ডের প্রথম একাদশ এরকম: জস বাটলার (অধিনায়ক), ফিল সল্ট (উইকেটকিপার), বেন ডাকেট, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জেকব বেথেল, জেমি ওভার্টন, গাস অ্যাটকিনসন, জোফ্রা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।
দলে স্বীকৃত স্পিনার হিসেবে আছেন আদিল রশিদ। পার্টটাইম স্পিনার আছেন লিভিংস্টোন। এছাড়া তিনি ব্যাটিং অলরাউন্ডারও বটে। এছাড়া ব্যাটিং অলরাউন্ডার হিসেবে আছেন জেকব বেথেল। ওপেনে বাটলারের সঙ্গে যাবেন ফিল সল্ট। ইডেনের উইকেট ভীষণভাবে পরিচিত সল্টের কাছে। ২০২৪ আইপিএলে সল্ট কেকেআরের হয়ে খেলেছিলেন।
