আজকাল ওয়েবডেস্ক: অ্যাশেজে ২–০ এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। বুধবার থেকে শুরু হবে অ্যাডিলেড টেস্ট। সিরিজের তৃতীয় টেস্ট। জিতলেই ফের অ্যাশেজ অজিদের দখলে।
এই টেস্টে দলে ফিরছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। চোটের জন্য আগের দুই টেস্টে তিনি খেলতে পারেননি। অধিনায়কত্ব করেছিলেন স্টিভ স্মিথ। কিন্তু এখন কামিন্স ফিট। তাই অ্যাডিলেডে এই পেসারকেই টস করতে দেখতে পাওয়া যাবে।
অ্যাশেজ চলাকালীনই বন্ডি বিচে জঙ্গি হামলায় আতঙ্কিত গোটা অস্ট্রেলিয়া। কঠিন সময়ে দেশবাসীর পাশে দাঁড়াতে মহৎ উদ্যোগ নিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। আহতদের সাহায্যের জন্য তাঁর আবেদন, যত দ্রুত সম্ভব সকলে যেন রক্তদান করেন। সেই রক্ত ব্যবহৃত হবে জঙ্গি হামলায় জখমদের চিকিৎসায়।
প্রসঙ্গত, সিডনির বন্ডি বিচ রবিবার রক্তাক্ত হয়েছে জঙ্গি হামলায়। বিখ্যাত বন্ডি বিচে ‘হানুক্কাহ’ উৎসবে অন্তত ১০০০ জন শামিল হয়েছিলেন। উৎসব চলাকালীন দুই বন্দুকবাজ ঢুকে পড়ে সেখানে। এরপরই ভিড়ে ঠাসা ওই অঞ্চলে শুরু হয় গুলিবৃষ্টি। অন্তত ১৬ জন মারা যান। ইহুদিদের উৎসবে নির্বিচারে গুলি চালিয়ে যে দু’জন এই হত্যালীলা চালিয়েছে তারা হল সাজিদ আক্রাম (৫০) ও তার পুত্র নবিদ আক্রাম (২৪)। জানা গেছে এই পিতা–পুত্র পাকিস্তানের নাগরিক কিংবা পাক বংশোদ্ভূত।
এদিকে, নিউ সাউথ ওয়েলসের স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে, বন্ডি বিচে গুলিবৃষ্টিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন অনেকে। তাঁদের চিকিৎসার জন্য প্রচুর পরিমাণে রক্তের প্রয়োজন। এরপরই দেশবাসীর কাছে আবেদন সিডনির ভূমিপুত্র কামিন্সের। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘বন্ডি বিচে যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা জানাই। যাঁদের পক্ষে সম্ভব, দয়া করে সকলে রক্তদান করুন।’ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, একজন আহত ব্যক্তিকে অন্তত ১০০ জনের রক্তদান প্রয়োজন।
এটা ঘটনা এখনও হাসপাতালে ভর্তি অন্তত ৪০ জন। তাদের মধ্যে পুলিশ আধিকারিকও রয়েছেন। দুই ক্রিকেট বোর্ড যৌথ বিবৃতিও দিয়েছে। বলা হয়েছে, ‘বন্ডি সমুদ্রসৈকতে যে ভয়ঙ্কর হত্যালীলা চলেছে তাতে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আতঙ্কিত। যাঁরা মারা গিয়েছেন, তাঁদের পরিবারকে সমবেদনা জানাই। কঠিন সময়ে ইহুদি সম্প্রদায় ও অস্ট্রেলিয়ার জনগণের পাশে আমরা রয়েছি।’
এই ঘটনার পর অ্যাডিলেডের নিরাপত্তা বাড়ানো হয়েছে। বুধবার থেকে শুরু হবে টেস্ট। মাঠে ঢোকার সময় বেশ কয়েক বার তল্লাশি করা হবে দর্শকদের। মাঠের ভিতরেও নিরাপত্তারক্ষী অনেক বেশি থাকবে। টেস্ট চলাকালীন অ্যাডিলেডে দু’দেশের পতাকা অর্ধনমিত থাকবে বলেও জানানো হয়েছে। কালো আর্মব্যান্ড পরে খেলবেন ক্রিকেটাররা। বুধবার খেলা শুরুর আগে শ্রদ্ধা জানানো হবে মৃতদের।
শেষ খবর পাওয়া অবধি হামলাকারী একজন মারা গিয়েছেন। হামলাকারী পুত্র গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাঁকে পুলিশি প্রহরায় রাখা হয়েছে।
