আজকাল ওয়েবডেস্ক: রবসন রবিনহো কি হাতছাড়া হয়ে গেলেন ইস্টবেঙ্গলের? বসুন্ধরা কিংসের প্রাক্তন ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে জল্পনা চলছিল এই বঙ্গেও। লাল-হলুদ জার্সিতে খেলতে দেখা যেতে পারে ব্রাজিলিয়ান ফুটবলারকে, আশায় বুক বাঁধছিলেন লাল-হলুদ সমর্থকরা। 

কিন্তু ব্রাজিলীয় ফুটবলার তাঁর দেশের ক্লাব আগুয়া সান্টা ক্লাবে সই করে ফেলেছেন বলেই সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা চলছে। ২০২৫ সালের একেবারে শেষ পর্যন্ত রবসনের সঙ্গে চুক্তি ব্রাজিলের ক্লাবের। আর তার ফলেই মনে করা হচ্ছে ইস্টবেঙ্গলের পক্ষে তাঁকে আর নেওয়া সম্ভব হচ্ছে না। 
বসুন্ধরা কিংসের সঙ্গে রবসন সম্পর্ক ছেদ করেছেন ৩০ নভেম্বর। বিদায় বেলায় বসুন্ধরার উপরে ক্ষোভ উগড়ে দেন রবসন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ক্লাবের নায়কদের যাতে যথাযোগ্য সম্মান দেওয়া হয়, সেই দিকে যেন নজর দেয় বসুন্ধরা কিংস। বাংলাদেশের  ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পরে ইস্টবেঙ্গলের সঙ্গে তাঁর কথাবার্তাও চলছিল বলেই শোনা যাচ্ছিল। কিন্তু রবসন কলকাতার ক্লাবের অপেক্ষা না করে সই করে ফেলেন ব্রাজিলের ক্লাবে। ফলে ইস্টবেঙ্গলে আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Indian Football Community (@indianfootballcommunity)