নিতাই দে, আগরতলা: ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ক্লাবের প্রাক্তন খেলোয়াড়দের নিয়ে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন। রবিবার বিকেলে আগরতলার উমাকান্ত মিনি স্টেডিয়ামে কলকাতার দুই প্রধানের প্রাক্তনীদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ হয়ে গেল।

এই ম্যাচের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা। উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী টিংকু রায়, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার-সহ রাজ্য প্রশাসনের ও ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের অন্যান্য কর্মকর্তারা। 

আরও পড়ুন: ডার্বি জয়ের আনন্দে গা ভাসাতে চান না, ডিয়ামানটাকোসকে নিয়ে রহস্য ফাঁস অস্কারের

মুখ্যমন্ত্রী ফুটবলে শট মেরে এম এল সাহা ম্যামোরিয়াল লেজেন্ডস কাপ ফুটবল ম্যাচের সূচনা করেন। ম্যাচের উদ্বোধন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার চায় ফুটবল-সহ বিভিন্ন খেলাধুলায় ভবিষ্যৎ প্রজন্মের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হোক। সেজন্য সরকারি উদ্যোগে খেলাধুলার বিভিন্ন পরিকাঠামোর অনেক উন্নয়ন করা হয়েছে। রাজ্যে ফুটবল সহ অন্যান্য খেলাধুলায় প্রতিভাবান খেলোয়াড়ের অভাব নেই।

মুখ্যমন্ত্রী আরও বলেন, ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মতো বড় দলগুলির খেলোয়াড়দের এনে এধরনের খেলার আয়োজনের মূল উদ্দেশ্য হল রাজ্যের বর্তমান প্রজন্মের প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহিত করা। রাজ্য সরকার চায় ত্রিপুরার ছেলেমেয়েরা ফুটবল-সহ বিভিন্ন খেলাধুলায় তাদের প্রতিভার বিকাশ ঘটিয়ে রাজ্যের নাম, দেশ ও আন্তর্জাতিকস্তরে নিয়ে যেতে।

আগরতলা-সহ প্রতিটি জেলায় আধুনিক ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। খেলা শুরুর আগে মুখ্যমন্ত্রী দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। ৭০ মিনিটের খেলাটি গোলশূন্য ড্র হলেও পরে মোহনবাগান লিজেন্ডসকে ট্রাইবেকারে ৫ -৪ গোলে পরাজিত করে এম এল সাহা মেমোরিয়াল লিজেন্ডস কাপ জিতে নিল ইস্টবেঙ্গল ক্লাব। খেলা শেষে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিংকু রায়, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার ও অন্যান্য অতিথিগণ বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন। এই খেলাকে ঘিরে উমাকান্ত মিনি স্টেডিয়ামে উপচে পড়া দর্শকদের উন্মাদনা প্রমাণ করে দিল ত্রিপুরায় এখন ফুটবল আবেগের অন্যতম নাম। স্বর্গীয় এম এল সাহা ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা পিতা।

আরও পড়ুন: ভারতের এই দু'জন আমার মাথাব্যথার কারণ ছিল, অকপট দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা পেসার ...