আজকাল ওয়েবডেস্ক:‌ শুরু হচ্ছে ডুরান্ড কাপ। কলকাতার পাশাপাশি জামশেদপুরেও বসবে শতাব্দীপ্রাচীন এই ফুটবল টুর্নামেন্টের আসর। এই নিয়ে টানা দ্বিতীয় বছর ইস্পাত নগরীতে বসছে ডুরান্ড কাপের আসর। সম্প্রতি টুর্নামেন্টের ট্রফি উন্মোচন অনুষ্ঠান হয়ে গেল XLRI ‌অডিটোরিয়ামে। উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের গভর্নর সন্তোষ গাংওয়ার। ছিলেন ঝাড়খণ্ড সরকারের স্কুল শিক্ষামন্ত্রী রামদাস সোরেন, লেফটেন্যান্ট জেনারেল মোহিত মালহোত্রা (‌AVSM), ‌টাটা স্টিলের কর্পোরেট সার্ভিসেসের সহ সভাপতি ডিবি সুন্দরা রামন ও ডুরান্ড কাপ আয়োজক কমিটির সদস্যরা।


অনুষ্ঠানে ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ গাংওয়ার বলেন, ‘‌এশিয়ান অন্যতম প্রাচীন ও ঐতিহ্যপূর্ণ টুর্নামেন্ট এই ডুরান্ড কাপ। টানা দ্বিতীয়বার জামশেদপুরে হতে চলেছে। টুর্নামেন্টের সাফল্য কামনা করি।’‌ ঝাড়খণ্ড সরকারের মন্ত্রী রামদাস সোরেন বলেন, ‘‌এশিয়ার সবচেয়ে পুরনো টুর্নামেন্ট এই ডুরান্ড কাপ। বহু পুরনো ইতিহাস রয়েছে এই টুর্নামেন্টকে নিয়ে। ঝাড়খণ্ড থেকে একাধিক প্লেয়ার উঠে এসেছেন। বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে যারা সফলতার সঙ্গে খেলেছেন বা খেলছেন। এবারও এখানে বসছে টুর্নামেন্টের আসর।’‌

জানা গেছে জামশেদপুরে হবে সাতটি খেলা। তার মধ্যে একটি কোয়ার্টার ফাইনালও রয়েছে। প্রথম ম্যাচ ২৪ জুলাই। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা নৃত্য পরিবেশনও করেন।