আজকাল ওয়েবডেস্ক:‌ ২৭ জুলাই থেকে শুরু হয়ে যাচ্ছে ডুরান্ড কাপ। প্রথমদিনই মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্টস। তাদের প্রতিপক্ষ ডাউনটাউন হিরোজ। এবার জানা গেল, ডুরান্ডের ম্যাচ টেলিকাস্ট করবে সোনি স্পোর্টস নেটওয়ার্ক। 


গতবারও ডুরান্ড কাপের ম্যাচ সরাসরি টেলিকাস্ট করা হয়েছিল। এবারও হবে। প্রসঙ্গত, শতাব্দীপ্রাচীন টুর্নামেন্টে একই গ্রুপে রয়েছে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। ডার্বি হবে ১৮ আগস্ট। আর ইস্টবেঙ্গল প্রথম ম্যাচে নামবে ২৯ জুলাই। প্রতিপক্ষ ইন্ডিয়ান এয়ারফোর্স। 


ডুরান্ডে এবার অংশ নিচ্ছে ২৪ দল। মোহনবাগান, ইস্টবেঙ্গল রয়েছে এ গ্রুপে। প্রসঙ্গত এ, বি ও সি গ্রুপের খেলা হবে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন ও কিশোরভারতী স্টেডিয়ামে। আর গ্রুপ ডি–র ম্যাচ হবে জামশেদপুরে, গ্রুপ ই–র ম্যাচ হবে অসমের কোকরাঝারে এবং গ্রুপ এফ–এর ম্যাচ হবে শিলংয়ে।