আজকাল ওয়েবডেস্ক: রাত পোহালেই এশিয়া কাপের দল ঘোষণা। তার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, দলে কি সুযোগ পাবেন শুভমন গিল? ভারতের টি-২০ লাইন আপে একাধিক পাওয়ার হিটার রয়েছে। আছেন অভিষেক শর্মা, যশস্বী জয়েসওয়াল, সঞ্জু স্যামসন, তিলক বর্মা, সূর্যকুমার যাদব এবং হার্দিক পাণ্ডিয়ারা। তারমধ্যে শুভমন গিলকে অন্তর্ভুক্ত করা সহজ হবে না। সবারই স্ট্রাইক রেট ভাল। সেই তুলনায় এখনও পর্যন্ত ২১টি টি-২০ ম্যাচ খেলেন গিল। স্ট্রাইক রেট ১৩৯.২৭। এমন পরিস্থিতিতে কি টেস্ট অধিনায়ককে দলে নেবেন নির্বাচকরা? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। 

হরভজন সিং মনে করেন, এশিয়া কাপের দলে সুযোগ পাওয়া উচিত শুভমনের। তিনি মনে করেন, টি-২০ তেও রাজ করার ক্ষমতা রয়েছে ভারতের টেস্ট অধিনায়কের। ভাজ্জি বলেন, 'টি -২০ ফরম্যাটে শুধু বড় শট মারলেই হবে না। এটা বুঝতে হবে। শুভমন আক্রমণ করার সিদ্ধান্ত নিলে, যেকোনো কাউকে ধরে ফেলবে। কারণ ওর ক্রিকেট ব্যাকরণ শক্তিশালী। এমন শক্তপোক্ত ভীত যার, যেকোনো ফরম্যাটে রান করতে পারে। আইপিএলে প্রত্যেক মরশুমে রান করেছে। কমলা টুপি জিতেছে। সেটা হঠাৎ করে হয় না। এমন নয় যে শুধু ১২০, ১৩০ স্ট্রাইক রেটে ব্যাট করে। ১৬০ স্ট্রাইক রেটেও ব্যাট করতে পারে। মানছি আমাদের অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, তিলক বর্মারা আছে। কিন্তু শুভমন গিলকে হেলাফেলা করা যায় না। ও প্রতিভাবান। যেকোনো ফরম্যাটের সঙ্গে মানিয়ে নিতে পারে। সব ফরম্যাটের প্লেয়ার। আমার মতে, টি-২০ তেও আধিপত্য বিস্তার করতে পারে। আমরা প্রতি বলে চার, ছয় দেখে অভ্যস্থ। তবে এমন ব্যাটারও দরকার যারা বড় ইনিংস খেলতে পারে, এবং প্রয়োজনে দলকে বাঁচাতে পারে।' 

নিজের এশিয়া কাপের দলে শুভমন গিলের পাশাপশি যশস্বী জয়েসওয়াল, শ্রেয়স আইয়ার, রিয়ান পরাগ, কেএল রাহুলকেও রাখেন ভাজ্জি। বিরাট কোহলি, রোহিত শর্মা ছাড়া প্রথম মাল্টি ইভেন্ট টুর্নামেন্ট। আগের দুটো মেজর টুর্নামেন্ট আইসিসি টি-২০ বিশ্বকাপ এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দু'জনেই অংশ নেন। রোহিত শর্মার নেতৃত্বে জেতে ভারত। ভাজ্জি জানান, ক্রিকেট কারোর জন্য থেমে থাকে না। তুলে ধরেন কপিল দেব, শচীন তেন্ডুলকরদের উদাহরণ। হরভজন বলেন, 'ক্রিকেট কারোর জন্য থামে না। সুনীল গাভাসকর, কপিল দেব, শচীন তেন্ডুলকরের যুগ থেকে চলে আসছে। কেউ না কেউ এসেই যায়। যে দলকে পরবর্তীতে এগিয়ে নিয়ে যায়। ইংল্যান্ডে যেভাবে শুভমনরা খেলেছে, মনে হচ্ছে রোহিত-বিরাটরা সঠিক হাতেই ছেড়েছে। ওদের ছাড়া প্রথম বড় টুর্নামেন্ট। যেভাবে ওরা দায়িত্ব নিয়েছে, প্রশংসাযোগ্য। এটাই জীবনের নিয়ম। পরিবর্তনই জীবনের নিয়ম। এগিয়ে যাওয়া সবসময় ভাল। এর আগেও আমরা পরিবর্তন দেখেছি। বড় প্লেয়াররা ছেড়ে গেলে, অন্যরা তাঁদের জায়গা নিয়ে নেয়। দায়িত্ব নিয়ে দলকে এগিয়ে নিয়ে যায়। আসল লক্ষ্য, দলকে সঠিক দিশায় এগিয়ে নিয়ে যাওয়া।' ইংল্যান্ডে যে ফর্মে ছিলেন গিল, এশিয়া কাপের দলে সুযোগ পাওয়া শুধু সময়ের অপেক্ষা।