আজকাল ওয়েবডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকা ক্রিকেটার ক্রিস গেইল মূলত তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য পরিচিত। বিশ্বজুড়ে এমন কোনও দেশ নেই যেখানে গেইল তাঁর খেলার ছাপ ছেড়ে আসেননি। তবে ক্রিকেটের পাশাপাশি প্রাক্তন ইন্ডিজ ক্রিকেটার তাঁর বিলাসবহুল জীবনযাপনের জন্য আলোচিত হন সোশ্যাল মিডিয়ায়। যেকোনও উৎসবই হোক না কেন গেইল বরাবর তাঁর দেশের বাড়িতে সেই উৎসব ধুমধাম করে পালন করেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি রিল শেয়ার করে তিনি আবারও তা প্রমাণ করলেন। এবারের উৎসবের কারণ ছিল নতুন ছবর উদযাপন। বিশ্বজুড়ে নিজের ভক্তদের শুভেচ্ছা জানিয়ে গেইল সোশ্যাল মিডিয়ায় একটি রিল শেয়ার করেন। ২০২৫ সালের শুভেচ্ছা জানাতে গেইল হাজির হয়েছিলেন প্রাক্তন WWE সুপারস্টার আল্টিমেট ওয়ারিয়রের অনুপ্রাণিত পোশাক একটি পরে। প্রচুর গেইল ভক্তদের তাঁর সেই পোস্টে কমেন্ট করেছেন।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Chris Gayle ???? (@chrisgayle333)
এই আকর্ষণীয় রূপে তিনি আল্ট্রা কার্নিভাল ২০২৫-এর প্রচার করেছিলেন। সেন্ট কিটসে অনুষ্ঠিত হচ্ছে আল্ট্রা কার্নিভাল। ক্রিস গেইলের এই ভিডিও ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তাঁর উজ্জ্বল এবং অভিনব সাজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ইনস্টাগ্রামের কমেন্ট সেকশনে ভক্তরা তাঁর প্রশংসা করতে ভোলেননি। ক্রিকেটারের পাশাপাশি গেইল বরাবরই পার্টিপ্রিয়। আইপিএলে খেলার সময়েও কোহলি, যুবরাজদের সঙ্গে পার্টি করতে দেখা গিয়েছে তাঁকে। ভারতীয় ক্রিকেট দল যখনই ক্যারিবিয়ান সফরে গিয়েছে তাঁদের নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন গেইল। তবে উৎসবে মেতে থাকলেও ক্রিকেটকে ভোলেননি এই সুপারস্টার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও বর্তমানে লেজেন্ডস লিগ, টি-টেন সহ একাধিক ফ্র্যাঞ্চাইজ লিগে বিধ্বংসী রূপে দেখা যায় তাঁকে। বারবার মনে করিয়ে দেন ক্রিকেট থেকে অবসর নিলেও খেলাটা তিনি আজও ভোলেননি, মুডে এসে গেলে দুঃখ আছে বোলারদের কপালে।