আজকাল ওয়েবডেস্ক: লামিনে ইয়ামালকে নিয়ে চর্চা। তাঁকে নিয়ে খবর। তিনি জেরার্ড পিকে-শাকিরার বাড়ি কিনছেন। আবার তাঁর নিষ্প্রভ পারফরম্যান্স নিয়ে আচম্বিতেই খবর। এল ক্লাসিকোয় বর্ণহীন কেন ইয়ামাল? চিকিৎসক পেদ্রো লুইস রিপোলি যা বললেন, তা বার্সার জন্য মোটেও সুখকর নয়। দীর্ঘস্থায়ী কুঁচকির সমস্যায় ভুগছেন ইয়ামাল, এই কারণেই তাঁকে নিষ্প্রভ দেখিয়েছে।
এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদ ২-১ গোলে হারিয়ে দেয় বার্সাকে। তার পর থেকেই ইয়ামলাকে নিয়ে চলছে আলোচনা। মাঠে তাঁর প্রণরম্যান্স মোটেও প্রভাববিস্তারকারী ছিল না। রিয়াল তাঁকে আটকানোর জন্য জাল বিছিয়েছিল। তাঁদের ফাঁকি দিয়ে বেরতো পারেননি ইয়ামাল। রিয়ালের ব্যুহে আটকে গিয়েছেন তিনি। তাঁর শটের গতি কমে গিয়েছে পঞ্চাশ শতাংশ। সব দিক থেকেই কিন্তু বার্সার জন্য ভাল খবর নয়। ইয়ামালের মতো প্লেয়ার নিষ্প্রভ মানেই বার্সাও বেরঙিন। মেগাম্যাচে ছাপ ফেলতে পারেনি বার্সেলোনা।
আরও পড়ুন: ওয়াশিংটন সুন্দর কি আইপিএলের দল বদলাচ্ছেন? ধোঁয়াশা পরিষ্কার করলেন অশ্বিন
এদিকে নিজের পারফরম্যান্স নিয়ে চিন্তিত নন ইয়ামাল। সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে ইয়ামাল মজার ছলে বলেছেন, '‘রিয়াল মাদ্রিদ সবসময় চুরি করে আর অভিযোগ জানায়।’' ম্যাচের শেষে মাদ্রিদ অধিনায়ক ড্যানি কার্ভাহাল ও তাঁর সতীর্থরা ইয়ামালের দিকে তেড়ে যান। ম্যাচে তর্কাতর্কির সৃষ্টি হয়, পরিস্থিতি গরম হয়। ইয়ামাল কি ধীরে ধীরে নিজের লক্ষ্য থেকে সরে যাচ্ছেন?
এহেন লামিন ইয়ামাল বিলাসবহুল বাড়ি কিনতে চলেছেন বলে খবর। বার্সেলোনার প্রাক্তন তারকা জেরার্ড পিকের প্রায় ২০০ কোটি টাকার বাড়ি কিনতে পারেন তিনি।
বার্সার অভিজাত এলাকার ৩ হাজার ৮০০ স্কোয়ার মিটারের বাড়িটি ২০১২ সালে নির্মিত হয়। সেই বাড়িটিই এবার কিনবেন ইয়ামাল। এই বাড়িতে রয়েছে ৬টি বেডরুম, একটি ইনডোর ও একটি আউটডোর সুইমিং পুল, একটি টেনিস কোর্ট, একটি জিম ও একটি স্টুডিও।
এদিকে ইয়ামাল এল ক্লাসিকো নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন সোশ্যাল মিডিয়ায়। লামিনের এই আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন খোদ বার্সা সমর্থকরাই। তাদের মতে, লামিনের এই আচরণ দলের পারফরম্যান্সে প্রভাব ফেলছে। বার্সেলোনার সহকারী কোচ মার্কাস সর্গ আগেভাগেই জানিয়েছিলেন দর্শকদের চাপ ইয়ামালের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে।
মাদ্রিদও চাপে রাখার জন্য বার্নাবাউয়ের ছাদ বন্ধ করে দিয়েছিল। ইয়ামালের ছোট্ট কেরিয়ারে এমন প্রতিকূল অভিজ্ঞতা খুব একটা আসেনি। গত বছর স্পেনের হয়ে ইউরো ২০২৪ জেতার পর বার্সেলোনার ঘরোয়া ট্রেবল জয়ে বড় ভূমিকা রাখেন তিনি, এমনকি ব্যালন ডি’অর ভোটিংয়ে দ্বিতীয় স্থানও পান।
আরও পড়ুন: আগরকরের উদ্দেশে বার্তা তারকা অলরাউন্ডারের, নির্বাচক প্রধান কি মানবেন তাঁর কথা? ...
