আজকাল ওয়েবডেস্ক: ভারত নিয়ে কথা বলা নিষিদ্ধ। পাকিস্তান 'এ' দলের সাজঘরের কথা প্রকাশ্যে আনলেন অধিনায়ক মহম্মদ হ্যারিস।
এসিসি মেন্স টি-টোয়েন্টি এমার্জিং টিমস এশিয়া কাপে ১৯ অক্টোবর ভারত 'এ' দলের মুখোমুখি হবে পাকিস্তান 'এ' দল। দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হওয়ার আগে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিওয় দেখা যাচ্ছে মহম্মদ হ্যারিস বলছেন, ''একটা কথা বলি। আমাদের সাজঘরে ভারত নিয়ে কথা বলায় নিষেধাজ্ঞা রয়েছে।''
ভারত-পাক ম্যাচ মানে স্নায়ুযুদ্ধ। নার্ভ যার, ম্যাচ তার। হ্যারিস বলছেন, ''ভারত নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই। অন্য দলকে নিয়েও ভাবতে হবে। আমি সিনিয়র পাকিস্তান দলেও ছিলাম। গত বিশ্বকাপও খেলেছি। মানসিকভাবে এতটাই চাপ তৈরি হয় যে কেবল ভারত-ভারতই চলতে থাকে মস্তিষ্কে। আমাদের অন্য দলের বিরুদ্ধেও নামতে হবে।''
Humare Dressing Room Mein India Par Baat Karne Pe Pabandi Hai;
— Shahzaib Ali ???????? (@DSBcricket)
Captain Pakistan Emerging Team Muhammad Haris. pic.twitter.com/rrD3HIlyTITweet by @DSBcricket
ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে তাই পাক সাজঘরে ভারত নিয়ে কথাবার্তা পুরোপুরি নিষিদ্ধ। এদিকে ভারত 'এ' দলকে নেতৃত্ব দেবেন মুম্বই ইন্ডিয়ান্সের তারকা তিলক ভার্মা। সহ অধিনায়কত্ব করবেন অভিষেক শর্মা। ১৮-২৭ অক্টোবর পর্যন্ত ওমানে চলবে এশিয়া কাপ।
