আজকাল ওয়েবডেস্ক: বেতন বাড়ছে বাবর আজম ও মহম্মদ রিজওয়ানদের। ক্রিকেটারদের বেতন বাড়াতে ৩৬ কোটি টাকা বরাদ্দ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে পাকিস্তানের বোর্ড ২৫ জনের পরিবর্তে ৩০ জন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করছে। তাঁদের বেতন বৃদ্ধি পাচ্ছে ৩৭ শতাংশ। এই বাড়তি বেতনের জন্য প্রায় ৩৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
পাকিস্তান ক্রিকেটারদের টাকা বাড়লেও টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতাশাজনক পারফরম্যান্স করেন রিজওয়ানরা। দুটি টুর্নামেন্টেই গ্রুপপর্ব থেকে বাদ পড়ে পাকিস্তান।
দ্বিপাক্ষিক সিরিজগুলোতেও আশানুরূপ পারফরম্যান্স হয়নি। দেশের মাটিতে বাংলাদেশের কাছে হারের পর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ ড্র করেছে বাবর আজমের দল। এমন পরিস্থিতিতেই বোর্ডের এই বেতন বৃদ্ধির সিদ্ধান্ত জন্ম দিয়েছে বিস্ময়ের!
পুরুষদের পাশাপাশি নারীদের কেন্দ্রীয় চুক্তিতেও পরিবর্তন আনা হয়েছে। ক্রিকেটারদের সংখ্যা বাড়িয়ে ১৬ থেকে ২৪ করা হয়েছে। বেতন বেড়েছে ৪ শতাংশ। তাঁদের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১১ কোটি টাকা।
