আজকাল ওয়েবডেস্ক: একদিনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন না রোহিত শর্মা। চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর এমনই জানান ভারত অধিনায়ক। রোহিত বলেছিলেন, 'আমি এই ফরম্যাট থেকে এখনই অবসর নেব না। আমি চাই না এই নিয়ে কোনও জল্পনা-কল্পনা চলুক। ভবিষ্যতের কোনও পরিকল্পনা নেই। যেমন চলছে, চলবে।' রোহিতের এই সিদ্ধান্তের সঙ্গে একমত দীনেশ কার্তিক। হিটম্যানকে আরও কয়েকবছর একদিনের ক্রিকেটে দেখতে চান প্রাক্তন তারকা। দীনেশ কার্তিক বলেন, 'একজন মানুষ হিসেবে এটা রোহিতের পরিচয় দিচ্ছে। মজার ছলে আসল বার্তা দিয়ে দিয়েছে। ও নিজের মর্জি অনুযায়ী সিদ্ধান্ত নেবে।' 

রোহিতের পাশাপাশি বিরাট কোহলিরও প্রশংসা করেন কার্তিক। জানান, বড় মঞ্চে কিভাবে প্রত্যাবর্তন করতে হয়, বিরাটের থেকে কেউ ভাল জানে না। কার্তিক বলেন, 'বড় ম্যাচে কি করা দরকার, সেটা ওদের থেকে ভাল কেউ জানে না। ম্যাচের আগে প্রচুর কথাবার্তা হয়। কিন্তু যেভাবে মাঠে নেমে সেটা কাজে লাগায়, এককথায় অনবদ্য।' যশস্বী জয়েসওয়ালেরও প্রশংসা করেন। জানান, ও আদর্শ ওপেনার। সুযোগ পেলেই ভাল পারফর্ম করবে। রিপোর্ট অনুযায়ী, ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলতে চান রোহিত। ব্যাটিং কোচ অভিষেক নায়ারের তত্ত্বাবধানে নিজের ব্যাটিং এবং ফিটনেসে নজর দেবেন ভারত অধিনায়ক। বিশ্বকাপের আগে পর্যন্ত ২৭টি একদিনের ম্যাচ খেলার কথা রয়েছে ভারতের। এই ম্যাচগুলোকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নেবেন রোহিত।