আজকাল ওয়েবডেস্ক:‌ এখনও আগের মতোই ক্ষুধার্ত তিনি। রানের জন্য। ইডেনে কলকাতার বিরুদ্ধে দুর্দান্ত খেলেছিলেন কিং কোহলি। তাঁর এই দুরন্ত ইনিংস সতীর্থদেরও আত্মবিশ্বাসী করে তুলেছে। চেন্নাই ম্যাচের আগে এমনটাই দাবি করেছেন আরসিবির ব্যাটিং কোচ দীনেশ কার্তিক। যিনি গতবারই আইপিএল থেকে অবসর নিয়েছেন। সেই কার্তিক বলেছেন, ‘‌এখনও বিরাট এক একটি শটের জন্য দীর্ঘ অনুশীলন চালিয়ে যায়। এতেই বোঝা যায় রানের জন্য কতটা ক্ষুধার্ত বিরাট।’‌
কার্তিক আরও বলেছেন, ‘‌বিরাট শুধুই উন্নতি করতে চায়। আরও আরও। সেকারণেই বিরাট স্পেশাল প্লেয়ার। প্রথম ম্যাচে তো দারুণ আত্মবিশ্বাসী ব্যাটিং করেছে।’‌
কার্তিক আরও বলেছেন, ‘‌চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেশ কয়েকটা ভাল ইনিংস খেলেছে বিরাট। সাদা বলের ক্রিকেটে স্পিনের বিরুদ্ধে সাবলীলভাবে ব্যাট করছে। সবচেয়ে বড় কথা যখন দরকার, তখনই রান করে যায় বিরাট। বড় ম্যাচের প্লেয়ার।’‌


শুক্রবার চেন্নাইয়ের বিরুদ্ধে খেলা আরসিবির। খেলা হবে চিপকে। যা স্পিন সহায়ক। কার্তিক বলেছেন, ‘‌দুবাইয়ে স্পিনারদের খুব ভাল সামলেছিল বিরাট। তাই চিপকেও পারবে বলে আশা রাখি।’‌ তবে এটা ঘটনা আইপিএলের ইতিহাসে চিপকে কোনওদিন চেন্নাইকে হারাতে পারেনি আরসিবি। আজ চাকা ঘুরবে?‌ 
কার্তিকের কথায়, ‘‌চেন্নাইয়ের যদি ভাল স্পিনার থাকে। আমাদেরও ভাল ভাল ব্যাটার আছে। তাদের উপর বিশ্বাস রাখা যায়। 


চেন্নাইয়ের কোচ আবার স্টিফেন ফ্লেমিং। যিনি দীর্ঘদিন ধরে ধোনিদের দায়িত্বে রয়েছেন। সেই ফ্লেমিং বলেছেন, ‘‌আমাদের দলটা যথেষ্টই শক্তিশালী। বেশ কিছু নতুন ছেলে এসেছে। কিছু পুরনো প্লেয়ার রয়েছে। সব মিলিয়ে দলটা বেশ ভাল।’‌