আজকাল ওয়েবডেস্ক: ভারতের প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার দিলীপ বেঙ্গসরকার দায়িত্ব নিয়েছেন পৃথ্বী শ ও মুশির খানের মধ্যে হওয়া উত্তপ্ত বিতর্কের তদন্তের।ঘটনাটি ঘটেছে মুম্বই ও মহারাষ্ট্রের মধ্যে চলা তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে। ওই ম্যাচে অফ-স্পিনার মুশির খানের বলে আউট হওয়ার পর পৃথ্বী শ উত্তেজিত প্রতিক্রিয়া দেখান। তিনি সুইপ শট খেলতে গিয়ে টাইমিং মিস করেন এবং বলটি ডিপ ফাইন লেগে ধরা পড়ে।
আউট হওয়ার পর প্যাভিলিয়নের দিকে হাঁটতে হাঁটতেই শ ও মুশিরের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে, রাগের মাথায় পৃথ্বী শ নিজের ব্যাট প্রাক্তন সতীর্থদের দিকে ছুড়ে দেন। পরে আম্পায়ার দ্রুত হস্তক্ষেপ করে দু’জনকে শান্ত করেন। ঘটনার পর মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (MCA)-এর সচিব অভয় হাদাপ জানান, বিষয়টি নিয়ে তদন্ত করা হবে এবং দিলিপ বেঙ্গসরকার দুজন খেলোয়াড়ের সঙ্গেই কথা বলবেন।
Prithvi Shaw reportedly tried to lift his bat and grab the collar of his former Mumbai teammate Musheer Khan.
— Cricketopia (@CricketopiaCom)
After being heavily sledged earlier, Shaw lost his cool and charged angrily at Musheer right after scoring his century in a 3-day practice match.pic.twitter.com/QWY8B2qsWATweet by @CricketopiaCom
তিনি বলেন, ‘বৃহস্পতিবার মুম্বই রঞ্জি দলের সিলেকশন কমিটির বৈঠক রয়েছে। সেখানে আমরা মুম্বইয়ের অধিনায়ক, কোচ ও সংশ্লিষ্ট খেলোয়াড়দের কাছ থেকে ঘটনাটি সম্পর্কে জানতে চাইব। ওই সময়ই ঘটনার রিপোর্ট জমা পড়বে। প্রাক্তন ভারত অধিনায়ক ও আমাদের উপদেষ্টা দিলিপ বেঙ্গসরকার খেলোয়াড়দের সঙ্গে কথা বলবেন।’ অন্যদিকে, মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অ্যাডভোকেট কমলেশ পিসালও জানিয়েছেন, তাঁরাও ঘটনাটি খতিয়ে দেখবেন।
তিনি বলেন, ‘আমি এখনও ঘটনার বিস্তারিত প্রতিবেদন অপেক্ষা করছি। বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। যদি কোনও অনিয়ম বা শৃঙ্খলাভঙ্গ পাওয়া যায়, তবে উভয় খেলোয়াড়ের সঙ্গে কথা বলা হবে। খেলোয়াড়দের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ উল্লেখযোগ্যভাবে, বিতর্ক সত্ত্বেও পৃথ্বী শ প্রথম দিন দুর্দান্ত ইনিংস খেলেন। সম্প্রতি তিনি দীর্ঘ আট বছর মুম্বইয়ের হয়ে খেলার পর মহারাষ্ট্র দলে যোগ দিয়েছেন। নিজের পুরনো দল মুম্বইয়ের বিপক্ষে তিনি ২১৯ বলে ১৮১ রানের ঝলমলে ইনিংস খেলে সবাইকে আবার তার প্রতিভার কথা স্মরণ করিয়ে দেন। কঠিন কয়েক বছর পর নিজের কেরিয়ার পুনরুজ্জীবিত করার লক্ষ্যে পৃথ্বী শ এবার দৃঢ়প্রতিজ্ঞ।
