আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আলোড়ন তৈরি করে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বান্ধবী জর্জিনা রডরিগেজের ৩১-তম জন্মদিনে রোনাল্ডোর করা পোস্ট নিয়েই শুরু হয়ে গিয়েছে চর্চা। কী লিখলেন পর্তুগিজ মহাতারকা? 

জর্জিনা রডরিগেজের জন্মদিনে ইনস্টাগ্রামে হৃদয়ের ইমোজি দিয়ে রোনাল্ডো লিখেছেন, ''মা, পার্টনার, বন্ধু এবং আমার স্ত্রী, আমার ভালবাসার শুভ জন্মদিন। তোমার আলোয় আমরা আলোকিত। তোমার ভালবাসা আমাদের ছুঁয়ে যায়।'' 

রোনাল্ডোর এহেন আবেগঘন পোস্ট নিয়েই যত আলোড়ন। কেন জর্জিনাকে তিনি স্ত্রী লিখলেন! তবে কি গোপনে বিয়ে সেরে ফেলেছেন রোনাল্ডো? এমন প্রশ্নই উঠতে শুরু করেছে। 

তবে এবারই যে প্রথমবার জর্জিনাকে 'স্ত্রী' বলে রোনাল্ডো উল্লেখ করেছেন এমন নয়। এর আগে নিজের ইউটিউব চ্যানেলের একটি ভিডিওয় জর্জিনাকে 'স্ত্রী' বলে উল্লেখ করেছিলেন রোনাল্ডো। 

জর্জিনা ও রোনাল্ডো ২০১৬ সাল থেকে একত্রে রয়েছেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে দু'জনে ঘুরেছেন। স্পেন থেকে ইতালি হয়ে ইংল্যান্ডের পরে এখন সৌদি আরবে রোনাল্ডো ও জর্জিনা রয়েছেন। সেখানেই বান্ধবী জর্জিনার জন্মদিন পালিত হয়। জর্জিনার জন্মদিনে রোনাল্ডোর করা পোস্ট ঘিরেই যত চর্চা।