আজকাল ওয়েবডেস্ক: উইমেন্স প্রিমিয়ার লিগের আগে এক রহস্যে ভরা ভিডিও শেয়ার করল দিল্লি ক্যাপিটালস। সোমবার একটি রহস্যে ভরা ভিডিও শেয়ার করেছে এই ফ্র্যাঞ্চাইজি।
সেখানে ইঙ্গিত দেওয়া হয়েছে, মঙ্গলবার একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হবে দিল্লি ক্যাপিটালসের তরফে। জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ স্টার স্পোর্টস ও জিওহটস্টারে এই ঘোষণা করা হবে।
ভিডিওটির শুরুতে দেখা যায়, এক ব্যক্তি একটি ব্রিফকেস হাতে বাড়ি থেকে বেরিয়ে সেটি পাশে রেখে দেন। এরপর মুখোশধারী আর একজন ব্যক্তি সেই ব্রিফকেসটি নিয়ে অটোতে করে কোথাও একটা চলে যান।
তারপর সেটা তৃতীয় এক ব্যক্তির হাতে তুলে দেন। তিনি ব্রিফকেসটি অন্য একটি জায়গায় নিয়ে গিয়ে একটি গাড়ির ডিকিতে রেখে দেন। গাড়ির ডিকি বন্ধ হওয়ার আগে স্ক্রিনে ভেসে ওঠে একটি বার্তা— ‘It’s on the way’।
এই ভিডিও প্রকাশের পরই অনুরাগীদের মধ্যে জল্পনা শুরু হয়ে যায়। অনেকেই মনে করছেন, উইমেন্স প্রিমিয়ার লিগের (WPL) জন্য নিজেদের নতুন অধিনায়কের নাম ঘোষণা করতে চলেছে দিল্লি ক্যাপিটালস।
একাধিক সমর্থক মনে করছেন, সেই দায়িত্ব পেতে পারেন জেমিমা রড্রিগেজ। ২৫ বছর বয়সি জেমিমা এখনও পর্যন্ত ভারতীয় দল বা দিল্লি ক্যাপিটালসের হয়ে উইমেন্স প্রিমিয়ার লিগে অধিনায়কত্ব করেননি।
তবে আসন্ন মরশুমের আগে মেগ ল্যানিং দল ছেড়ে ইউপি ওয়ারিয়র্সে যোগ দেওয়ায়, অধিনায়ক পদের অন্যতম প্রধান দাবিদার হিসেবে উঠে এসেছেন তিনি।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকাকে মহিলা বিশ্বকাপের ফাইনালে নেতৃত্ব দেওয়া লরা উলফার্টও দিল্লি ক্যাপিটালসে যোগ দেওয়ায় অধিনায়কত্বের দৌড়ে ছিলেন।
তবে দলের মালিক পার্থ জিন্দাল ইঙ্গিত দিয়েছেন, একজন ভারতীয় ক্রিকেটারকেই অধিনায়ক হিসেবে বেছে নিতে আগ্রহী ফ্র্যাঞ্চাইজি, এবং সেই দৌড়ে জেমিমাই এগিয়ে।
পার্থ জিন্দাল বলেন, ‘মেগকে ধরে রাখার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। উলফার্ট দলে ভালো সংযোজন, নেতৃত্বের গুণও রয়েছে ওর মধ্যে। শ্রী চরনি ও স্নেহ রানার মতো স্পিনারদের নিয়ে আমাদের স্পিন বিভাগ বেশ শক্তিশালী। আমরা একজন ভারতীয়কেই অধিনায়ক করতে চাই এবং সে বিষয়ে আমাদের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত।’
গত তিন মরশুমে ব্যাট হাতে দিল্লি ক্যাপিটালসের হয়ে ধারাবাহিক ভাবে পারফরম্যান্স করেছেন জেমিমা। ২৭টি ম্যাচে তিনি করেছেন ৫০৭ রান, গড় ২৮.১৬ এবং স্ট্রাইক রেট ১৩৯.৬৬।
তাঁর ঝুলিতে রয়েছে তিনটি অর্ধশতরান, সর্বোচ্চ অপরাজিত ৬৯ রান। আগামী ১০ জানুয়ারি নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে উইমেন্স প্রিমিয়ার লিগের অভিযান শুরু করবে দিল্লি ক্যাপিটালস।
