আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপ জেতার পর ভারতের ট্রফি নিয়ে পালিয়েছেন পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছেন, তিনি দেখেছেন নকভি ট্রফি নিয়ে পালাচ্ছেন। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব সইকিয়াও জানিয়েছেন, আইসিসি-র পরবর্তী সম্মেলনে নকভির বিরুদ্ধে তারা নালিশ জানাবেন।
নকভিকে নিয়ে ভারতীয়দের মনে যতই অসন্তোষ থাকুক না কেন, নিজের দেশে তিনি এখন বীরের সম্মান পাচ্ছেন। ‘শহীদ জুলফিকার আলি ভুট্টো এক্সিলেন্স গোল্ড মেডেল’ পুরস্কারে সম্মানিত করা হচ্ছে তাকে। 'নৈতিক ও সাহসী’ পদক্ষেপের জন্য এই স্বীকৃতি পাচ্ছেন মহসিন নকভি।
ট্রফি নিয়ে নকভির পালিয়ে যাওয়া প্রসঙ্গে প্রাক্তন পাক স্পিনার দানিশ কানেরিয়া মুখ খুলেছেন। তিনি বলছেন, ''আমার মনে হয়, যখন তিনি জানতেন... তিনি চেয়ারম্যান, তিনি এসিসি চেয়ারম্যান, তিনি পিসিবি চেয়ারম্যান এবং তিনি একজন মন্ত্রী, পাকিস্তানে বিরাট পদে তিনি। যখন তিনি জানতেন যে ভারতীয় দল পাকিস্তান দলের সঙ্গে করমর্দন করেনি.. মিডিয়ায় প্রচারিত হচ্ছিল যে মহসিন নকভির কাছ থেকে ট্রফি নেবে না ভারত... তাই তার উচিত ছিল এসিসির কোনও কর্মকর্তা বা পাকিস্তান সরকারের অংশ নন এমন পিসিবি-র কাউকে পাঠানো উচিত ছিল।''
এশিয়া কাপে কম বিতর্ক হয়নি। তিন-তিনটি ম্যাচে পাকিস্তান হার মেনেছে ভারতের কাছে। এর মধ্যে রয়েছে ফাইনালও। হয়েছে হ্যান্ডশেক বিতর্ক। ফাইনালের আগে ফটোশুটে দেখা যায়নি দুই দলের ক্যাপ্টেনকে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও তাই। ভারত চ্যাম্পিয়নের ট্রফি নিতে অস্বীকার করে। পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘা আরও ন্যক্করজনক ঘটনা ঘটিয়েছেন। সর্বসমক্ষে তিনি রানার্স আপের চেক ছুড়ে ফেলে দিয়েছেন। ৭৫ হাজার মার্কিন ডলারের চেক সলমন আলি আঘার হাতে তুলে দেন মহসিন নকভি। মঞ্চ থেকে নেমে যাওয়ার সময়ে সলমন আলি আঘা সেই চেক ছুড়ে ফেলে দেন। তাঁর কাণ্ড দেখে মঞ্চে উপস্থিত সবাই হতবাক।
টানটান উত্তেজনার ফাইনালের শেষেও রইল টানটান নাটক। পাকিস্তানকে চরম শিক্ষা দিল ভারতীয় ক্রিকেটাররা। দুবাইয়ের রাতে সূর্যোদয়ের এক ঘণ্টা পরে শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মঞ্চে তখন ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি। কিন্তু ভারতীয় ক্রিকেটারদের ধর্নুভাঙা পণ। কিছুতেই নকভির হাত থেকে তাঁরা ট্রফি নেবেন না। শেষমেশ চূড়ান্ত অসম্মানিত-অপমানিত নকভি ট্রফি নিয়েই চলে গেলেন। ভারতীয় ক্রিকেটাররা ট্রফি ছাড়াই উদযাপন করেন।
সূর্যকুমার যাদব সেই ট্রফি বিতর্ক প্রসঙ্গে বলেন, ''আমরা মোটেও দরজা বন্ধ করে দিইনি। ড্রেসিংরুমের ভিতরেও বসে থাকিনি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কাউকে অপেক্ষাতেও রাখিনি। ট্রফি নিয়ে পালিয়ে গেল ওরা। এটাই আমি দেখেছি। কিছু লোক আমাদের ভিডিও করেছে। তবে আমরা ড্রেসিং রুমের ভিতরে যাইনি।'' মহসিন নকভিকে নিয়ে সংবাদ মাধ্যমে কালি খরচ হলেও পাকিস্তানে তিনি সমাদৃত।
কানেরিয়া কিন্তু একহাত নিয়ে বলছেন, ''কিন্তু দুর্ভাগ্যবশত, আপনাকে মহৎ চরিত্র দেখাতে হবে... কিন্তু ব্যাপারটা হল অহংকারই তাদের সমস্যা। অহংকার তাদের কষ্ট দেয় এবং অহংকারের কারণে তারা ভালো ক্রিকেট খেলছে না এবং সবকিছুই খারাপের দিকে যাচ্ছে। তাই আমার মনে হয় যদি সে আসতও, তাহলে তার পাঁচ মিনিট পরেই চলে যাওয়া উচিত ছিল। তার ট্রফি ছেড়ে যাওয়া উচিত ছিল। ভারতীয় দলের মঞ্চে এসে ট্রফি নিয়ে যাওয়া উচিত ছিল। আমার মনে হয় এই পুরো বিষয়টিকে বড় নাটক বানানো হয়েছে।''
আরও পড়ুন: ৩৪ ছক্কায় বিস্ফোরক ট্রিপল সেঞ্চুরি হারজাসের, হারালেন প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকার বল
