আজকাল ওয়েবডেস্ক: পঞ্চম বলে প্রথম রান। সেটাও ছক্কা। ৩৩ বলে পঞ্চাশ। সেঞ্চুরি এসেছে ৭৪ বলে। পরের ৬৭ বলে করেছে ২১৪ রান। এভাবেও কেউ রান করতে পারেন। রান মেশিনকেও বোধহয় লজ্জায় ফেলে দেবেন তিনি।

অস্ট্রেলিয়ার ক্লাব ক্রিকেটে ৫০ ওভারের ম্যাচে বিস্ফোরক ট্রিপল সেঞ্চুরি করে রীতিমতো অবাক করে দিয়েছেন বছর কুড়ির হারজাস সিং।

১৪১ বলে খেলেন ৩১৪ রানের দুর্ধর্ষ ইনিংস। ১২টি চার ও ৩৪টি ছক্কায় সজানো ছিল তাঁর ইমারত। তাঁর ছক্কায় বল মাঠের বাইরে গিয়েছেহারিয়েও গিয়েছে তা। যে বলগুলো হারিয়ে গিয়েছে তার দাম ২ হাজার অস্ট্রেলিয়ান ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ ১৭ হাজার ১৯৯ টাকা। 

আরও পড়ুন: হোটেলের খাবার খেয়েই তীব্র পেটে ব্যথা, ভারতে সিরিজ খেলতে এসে হাসপাতালে ঠাঁই হল অস্ট্রেলিয়ার পেস বোলারের...

নিউ সাউথ ওয়েলস ফার্স্ট গ্রেড ক্রিকেটে এই অভাবনীয় কাণ্ডটি ঘটিয়েছেন হারজাস। সিডনি ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে নজির গড়েন তিনি। অজিদের হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে খেলেছেন হারজাসপ্রথমে ব্যাট করে ওয়েস্টার্ন সাবআর্বস তোলে ৫ উইকেটে ৪৮৩ রান। তার মধ্যে রয়েছে হারজাসের ট্রিপল সেঞ্চুরি। তাঁর পরেই দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান।

হারজাস অবশ্য বলেন, ''বড় ছক্কা মারতে আমি দক্ষ। কত দিন ধরে এমন ছক্কা মারতে পারব তা নিয়ে প্রশ্ন ছিল। তবে এই ইনিংসের পরে মনে হচ্ছে অনেক দিন ধরেই এই লম্বা ছক্কা মারতে পারব''