আজকাল ওয়েবডেস্ক: পরবর্তী অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে খেলতে পারবেন না উঠতি তারকা আন্দ্রে সিদ্ধার্থ। দেশের হয়ে প্রতিনিধিত্ব করার স্বপ্ন ভেঙে গেল তাঁর। 

চেন্নাই সুপার কিংসে যোগ দিয়েছেন সিদ্ধার্থ। তাঁর জন্ম ২০০৬ সালের ২৮ আগস্ট। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য সংশ্লিষ্ট ক্রিকেটারদের জন্ম তারিখ ধার্য করা হয়েছে ১ সেপ্টেম্বর, ২০০৬। মাত্র তিন দিনের জন্য সিদ্ধার্থ অংশ নিতে পারছেন না অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে। উল্লেখ্য, ২০২৬ সালে পরবর্তী অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। 

এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, দুর্ভাগ্য জনক ভাবে আন্দ্রে সিদ্ধার্থের পক্ষে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে নামা হচ্ছে না। মাত্র তিন দিনের জন্য অংশ নেওয়া হচ্ছে না সিদ্ধার্থের। ২৮ আগস্টের পরিবর্তে ১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করলে খেলতে পারত আন্দ্রে সিদ্ধার্থ। 

তামিলনাড়ুর ঘরোয়া ক্রিকেটে খুব দ্রুত নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সিদ্ধার্থ। প্রতিপক্ষে দুর্দান্ত মানের বোলার থাকলেও তিনি রান করে গিয়েছেন। তাঁর এই দুর্দান্ত পারফরম্যান্সের জন্যই অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে সুযোগ পেয়েছেন সিদ্ধার্থ। জাপানের বিরুদ্ধে এদিন সিদ্ধার্থ ৩৫ রানের ইনিংস খেলেন। রঞ্জি ট্রফিতে ৬টি ম্যাচ খেলেছেন তিনি। রান করেছেন ৩৭২ রান। চারটি অর্ধশতরান করেন সিদ্ধার্থ। 
৩০ লাখ টাকার বিনিময়ে চেন্নাই সুপার কিংস দলে নেয় সিদ্ধার্থকে। হাতের তালুর মতো চিপককে চেনেন তিনি। সেই   অভিজ্ঞতার জন্যই তাঁকে দলে নিয়েছে সিএসকে। মহেন্দ্র সিং ধোনির সঙ্গে থেকে ভবিষ্যতের তারকা হয়ে উঠতে পারেন তিনি। কিন্তু তিন দিনের জন্য অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে অংশ নেওয়া হচ্ছে না আন্দ্রে সিদ্ধার্থের।