আজকাল ওয়েবডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে থামানো যাচ্ছে না। ৯০৫-তম গোলটি করে ফেললেন আল অরুবার বিরুদ্ধে। পর্তুগিজ মহানায়ক ও সাদিও মানের জোড়া গোলে আল নাসের ৩-০ গোলে হারাল আল অরুবাকে।

১৭ মিনিটে রোনাল্ডোর গোলে এগিয়ে যায় আল নাসের। পেনাল্টি থেকে গোলটি করেন সিআর সেভেন। চলতি মরশুমে এটিই রোনাল্ডোর অষ্টম গোল। অবশ্য এই ম্যাচে নামার আগে স্পেনর সংবাদমাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়ে। স্প্যানিশ সংবাদ মাধ্যমের প্রতিবেদন, ডি ব্রুইনাকে আল নাসেরে চান রোনাল্ডো। বেলজিয়ান এই তারকা শেষপর্যন্ত আল নাসেরে আসবেন কি না তা বলবে সময়। তবে রোনাল্ডো কিন্তু মাঠে নেমে নিজের কাজ করেই চলেছেন। 

আল নাসরের দ্বিতীয় গোলটি সাদিও মানের। ২৯ মিনিটে মানের গোলের পিছনে রয়েছেন রোনাল্ডো। তৃতীয় গোলের জন্য আল নাসেরকে অপেক্ষা করতে হয় ৭১ মিনিট পর্যন্ত। সেই মানেই তৃতীয় গোলটি করেন আল নাসেরের হয়ে। 

খেলার শেষে রোনাল্ডো সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ''আমরা থামব না।'' রোনাল্ডো থেমে যাচ্ছেন, কেইবা দেখতে চায়। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা তাঁর ভক্তরা তো চান রোনাল্ডো গোল করেই চলুন।