আজকাল ওয়েবডেস্ক: রোনাল্ডোর ৯০০। বিশ্বফুটবলে নতুন মাইলস্টোন ছুঁলেন পর্তুগিজ তারকা। ক্লাব এবং দেশের হয়ে নিজের ৯০০তম গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রথম ফুটবলার হিসেবে ৯০০ গোলের গণ্ডি পেরোলেন। বৃহস্পতিবার ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নেশন্স লিগের ম্যাচে এই কীর্তি স্থাপন করেন কিংবদন্তি। ম্যাচের ৩৪ মিনিটে নুনো মেন্ডিসের ক্রস থেকে গোল করেন রোনাল্ডো। চলন্ত বলে আলতো ট্যাপ করে জালে রাখেন। তারপরই কর্নার ফ্লাগের দিকে ছুটে যান। আবেগ চেপে রাখতে পারেননি। দু'হাত দিয়ে মুখ ঢেকে হাঁটু মুড়ে বসে পড়েন মাঠে। তাঁকে ততক্ষণে ঘিরে ফেলে সতীর্থরা। এই দৃশ্য দেখেই বোঝা যায়, রোনাল্ডোর কাছে এই গোলের মাহাত্ম্য কতটা। ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারায় পর্তুগাল। রোনাল্ডো বলেন, 'এই গোল আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমি অনেকদিন ধরে এই মাইলস্টোন ছুঁতে চেয়েছিলাম। আমি জানতাম যে এই সংখ্যায় আমি একদিন পৌঁছে যাব। কারণ আমি খেলা চালিয়ে গেলে, স্বাভাবিকভাবেই এটা হয়ে যাবে। এটা মাইলস্টোন ছোঁয়ার গোল বলে আরও আবেগের। বাকিদের কাছে হয়তো এটা অন্যান্য মাইলস্টোনের মতো। তবে আমি এবং আমার কাছের মানুষরা জানে এই জায়গায় পৌঁছতে প্রতিদিন কত কঠোর পরিশ্রম করতে হয়। ৯০০ গোল করতে শারীরিক এবং মানসিকভাবে ফিট থাকতে হয়। আমার কেরিয়ারে বিশেষ মাইলস্টোন।' 

মেসি, রোনাল্ডোর মধ্যে কে সেরা সেই নিয়ে তর্ক চলবেই। তবে মোট গোল সংখ্যায় আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ককে ছাপিয়ে গেলেন সিআরসেভেন। দেশের জার্সিতে ১৩১ গোল করে ফেললেন পর্তুগিজ তারকা। ক্লাব ফুটবলে গোলের বন্যা। রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০ গোল করেন। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৫ টি গোল রয়েছে। জুভেন্টাসের হয়ে ১০১ গোল করেছেন। আল নাসেরের হয়ে ৬৮ গোল রয়েছে তাঁর। স্পোর্টিং লিসবনে পেশাদার কেরিয়ার শুরু করেছিলেন রোনাল্ডো। তাঁদের জার্সিতে রয়েছে ৫ গোল। সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন লিওনেল মেসি। তাঁর মোট গোল সংখ্যা ৮৫৯।