আজকাল ওয়েবডেস্ক: বুড়ো হাড়ে ভেল্কি রোনাল্ডোর। জার্মানদের বিরুদ্ধে কাটল খরা। বুধবার মিউনিখে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে পর্তুগালকে নেশনস লিগের ফাইনালে তুললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জয়সূচক গোল করেন সিআরসেভেন। দেশের জার্সিতে নিজের ১৩৭তম গোল করে ফেললেন পর্তুগিজ তারকা। ম্যাচের ৬৮ মিনিটে জয়সূচক গোল করেন। টানা পাঁচ হারের পর জার্মানির বিরুদ্ধে জিতল পর্তুগাল। এর আগে কোনও দেশের বিরুদ্ধে টানা এতগুলো ম্যাচ হারার নজির নেই রোনাল্ডোর।
প্রথমার্ধে ম্যাচ গোলশূন্য শেষ হয়। হাফটাইমের তিন মিনিট পরে ফ্লোরিয়ান উইর্টজের গোলে এগিয়ে যায় জার্মানি। কিন্তু বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি। ৬০ মিনিটের মাথায় সমতা ফেরায় পর্তুগাল। ৩৫ মিটার জমি অতিক্রম করে দুর্দান্ত গোল ফ্রান্সিসকো কনসেসাওয়ের। অনেক আগেই দলকে এগিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন রোনাল্ডো। কিন্তু দুটো সহজ সুযোগ নষ্ট করেন। কিন্তু শেষপর্যন্ত পর্তুগালের পরিত্রাতা তিনিই। নুনো মেন্ডেজের পাস থেকে গোল করেন। এই বয়সেও জাতীয় জার্সিতে নিয়মিত গোলের মধ্যে রয়েছেন তারকা ফুটবলার। ২০১৯ সালে নেশনস লিগের অভিষেক বছর চ্যাম্পিয়ন হয়েছিল পর্তুগাল। আরও একবার জয়ের হাতছানি। রবিবার স্পেন বা ফ্রান্সের মুখোমুখি হবে রোনাল্ডোরা।
