আজকাল ওয়েবডেস্ক: নাটকীয়তা মোড়া ম্যাচে জয় পেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসের। গোল করলেন সেই সিআর সেভেন। আল নাসের ও আল শাবাবের বিরুদ্ধে ম্যাচ সমান সমান চলছিল। খেলা তখন এক্সট্রা টাইমে। আল নাসেরের অতি বড় সমর্থকও ধরে নিয়েছিলেন ম্যাচ ঢলে পড়বে ড্রয়ের কোলে। সেই দিকেই মোড় নিয়েছিল ম্যাচটি। খেলা শেষের বাঁশি বাজার আগে পেনাল্টি পায় আল নাসের।
পেনাল্টি স্পট থেকে গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগিজ মহানায়কের গোলে ২-১-এ এগিয়ে যায় আল নাসের। এর পরেও নাটকের শেষ ছিল না।
এবার পেনাল্টি পায় আল শাবাব। কিন্তু পেনাল্টি থেকে সমতা ফেরাতে পারেনি আল শাবাব। পেনাল্টি থেকে গোল করতে না পারায় ম্যাচ জিতে নেয় আল নাসের।
আল নাসের এগিয়ে যায় ৬৯ মিনিটে। গোল ধরে রেখেছিল ৯০ মিনিট পর্যন্ত। নব্বই তম মিনিটে আত্মঘাতী গোলে সমতা ফেরায় আল শাবাব। সমতা ফেরালেও শেষমেশ ম্যাচ জিততে পারেনি আল শাবাব। বরং রোনাল্ডোর পেনাল্টি থেকে করা গোলে ম্যাচ জেতে আল নাসের।
আল নাসরের হয়ে পর্তুগিজ নায়কের গোলসংখ্যা ৫৫। রোনাল্ডোর কেরিয়ারে মোট গোল এখন ৯০৭। ম্যাচ জেতার পরে রোনাল্ডো লিখেছেন, আমরা হাল ছাড়ি না।
