আজকাল ওয়েবডেস্ক: একশো শতাংশ ফিট তিনি ছিলেন না। যিনি ফিটনেসের সেরা বিজ্ঞাপন, সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোই কিনা উয়েফা নেশনস লিগের ফাইনালে পুরোদস্তুর ফিট না হয়ে নেমেছিলেন! সিআর সেভেন স্বয়ং এই মন্তব্য করেন। চোট-যন্ত্রণা থাকলেও রোনাল্ডো ফাইনালে নামেন।
পিছিয়ে থাকা পর্তুগালকে সমতায় ফেরান তিনি। টাইব্রেকার নেননি তিনি। কিন্তু তাঁর পর্তুগাল স্পেনকে হারিয়ে নেশনস লিগ চ্যাম্পিয়ন হয়। দেশের হয়ে খেলা তাঁর কাছে এই চল্লিশেও প্রাধান্য পায়। সেই কারণে তিনি নেমে পড়েন মাঠে। দেশের জন্য যদি তাঁর পা-ও ভাঙে, তাতেও রাজি বহু যুদ্ধের সৈনিক রোনাল্ডো।
পর্তুগিজ মহাতারকা বলেছেন, ''গা ঘামানোর সময়েই যন্ত্রণা অনুভব করছিলাম। বেশ কিছুদিন ধরেই ছিল যন্ত্রণাটা। জাতীয় দলের জন্য পা ভেঙে গেলেও আমি খেলতাম। এটা ছিল ট্রফি জেতার লড়াই। নিজেকে উজাড় করে দিয়েছি।''
চ্যাম্পিয়ন হওয়ার পরে রোনাল্ডোকে কাঁদতে দেখা যায়। পর্তুগালের হয়ে জয়ের থেকে আনন্দের আর কিছু নয় বলে জানান রোনাল্ডো। তিনি বলেন, ''ক্লাবের হয়ে আমি একাধিক ট্রফি জিতেছি। কিন্তু পর্তুগালের হয়ে জয়ের থেকে আনন্দ আর কিছুতে নেই। আমার চোখ দিয়ে ঝরছে জল। এ আনন্দের অশ্রু।''
পরের বছর বিশ্বকাপ। স্পেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করেন রোনাল্ডো। তিনি বলছেন, ''স্পেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া আত্মবিশ্বাস জোগাবে। যে কোনও দলকেই যে হারানো সম্ভব, এই জয় তা প্রমাণ করে।''
