আজকাল ওয়েবডেস্ক: বেশ কয়েকদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল, আল নাসের ছাড়বেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু যাবতীয় জল্পনা-কল্পনা উড়িয়ে আরও দু'বছরের জন্য সৌদি আরবের ক্লাবে সই করেন পর্তুগিজ তারকা।
ইউরোপীয় ফুটবলে ফেরার দরজা বন্ধ করে দেন। সৌদি প্রো লিগে গত দু'বছরে সর্বোচ্চ গোলদাতা হন। ব্যক্তিগত সাফল্য পেলেও, আল নাসেরকে চ্যাম্পিয়ন করতে পারেননি। ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের যোগ্যতা অর্জন করতে পারেনি আল নাসের। ক্লাবের এই ব্যর্থতা তাঁকে অন্যত্র সই করার বিষয়ে ভাবাচ্ছিল। কেরিয়ারের বাকি অংশটুকু অন্য ক্লাবে শেষ করার কথা ভাবছিলেন। কিন্তু ছবিটাই বদলে গিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ''ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ২০২৭ সাল পর্যন্ত আল নাসের এফসিতে থাকছেন।''
তবে পর্তুগিজ তারকার ইচ্ছে তিনি সারা জীবন সৌদি আরবেই কাটিয়ে দেবেন।
সৌদির ক্লাব আল নাসেরের সঙ্গে নব্য চুক্তি করার পরে লম্বা সাক্ষাৎকার দেন রোনাল্ডো। সেই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে ইউটিউবে। সেখানে পর্তুগিজ মহানায়ক সৌদিতে তাঁর আশা এবং ট্রফি জয়ের স্বপ্নের কথা বলেছেন। সৌদি ছেড়ে না যাওয়ার কথাও বলেন তিনি।
সৌদি প্রসঙ্গে রোনাল্ডোকে বলতে শোনা গিয়েছে ''এটি এমন একটি দেশ, যেখানে আমি ও আমার পরিবার নিজেদের বাড়ির মতো অনুভব করি।''
'সিআর সেভেন'-এর সংযোজন, ''আমার পরিবার সবসময়ে আমার সিদ্ধান্তকে সমর্থন করে গিয়েছে। সৌদি আরবে আমরা সুখে রয়েছি। এখানকার মানুষ আমাদের ভালবাসা দিয়েছেন। আন্তরিকতার সঙ্গে আমাদের গ্রহণ করেছেন। এখানেই বাকি জীবন কাটাতে চাই।''
৪২ বছর বয়সী রোনাল্ডো খেলেননি ক্লাব বিশ্বকাপ। তাঁর কাছে দু-একটা ক্লাবের প্রস্তাবও ছিল। সেই সব অফার তিনি ফিরিয়ে দেন।
পর্তুগালের হয়ে ক'দিন আগে নেশনস লিগ চ্যাম্পিয়ন হন রোনাল্ডো। ২০২৬ বিশ্বাক তাঁর পাখির চোখ। সিআর সেভেন বলেন, ''শুধু আল নাসের নয়, জাতীয় দলের জন্যও প্রস্তুত হতে চাই।''
