আজকাল ওয়েবডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এখন আর রেকর্ডের পিছনে ছোটেন না। উল্টে রেকর্ড তাঁর পিছনেই ছোটে। এ কথা বললেও অত্যুক্তি করা হবে না।
গানের কথায়, চল্লিশ পেরোলেই চালশে। রোনাল্ডো কিন্তু সেসবের ধার ধারছেন না। তিনি নিয়মিত রেকর্ড গড়ে চলেছেন। রেকর্ড ভেঙে চলেছেন। মনে করিয়ে দিচ্ছেন, রেকর্ড গড়া হয় ভাঙার জন্যই।
সৌদি প্রো লিগে আল নাসের ২-১ গোলে হারায় দামাককে। খেলার ৫০ মিনিটে সিআর সেভেন দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন।
পর্তুগিজ মহানায়ক এখন আল নাসেরের ইতিহাসে বিদেশি ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোলদাতা। সিআর সেভেনের গোলসংখ্যা এখন ১১৬। তবে আল নাসেরের হয়ে সর্বোচ্চ গোলদাতা হতে রোনাল্ডোর এখনও অনেক গোল করতে হবে। এই তালিকায় রোনাল্ডো এখন তৃতীয় স্থানে। রোনাল্ডোর গোলসংখ্যা এখন ৯৬০টি।
এদিকে সৌদি আরবে রোনাল্ডো রেকর্ড গড়তে ব্যস্ত। অন্যদিকে পর্তুগালের মাদেইরাতে তাঁর ভাষ্কর্যে আগুন দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জাদুঘরের বাইরে সংশ্লিষ্ট সেই ব্যক্তি নিজেই মূর্তিতে তরল ঢেলে অগ্নিসংযোগ করছেন এবং সেই ভিডিও তুলেছেন। তাঁকে নাচতে দেখা গিয়েছে। সেই ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।
তাঁকে গ্রেপ্তার করেছে পর্তুগাল পুলিশ। হাসপাতালের মনোরোগ বিভাগে ভর্তি করা হয়েছে তাঁকে।
