আজকাল ওয়েবডেস্ক: ২০২৬ সালের কমনওয়েলথ গেমসে ভারতের পদক সম্ভাবনা কমছে। একাধিক ইভেন্ট ছেঁটে ফেলা হচ্ছে টুর্নামেন্ট থেকে।
২০২৬ সালের কমনওয়েলথ গেমস শুরু হচ্ছে ২৩ জুলাই। চলবে ২ আগস্ট পর্যন্ত। কমনওয়েলথ গেমস হবে গ্লাসগোয়। ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন, কুস্তি, ভলিবল, স্কোয়াশ, টেবল টেনিস, শুটিং ও ট্রায়াথলন বাদ দেওয়া হচ্ছে। টুর্নামেন্টের খরচ কমানোর জন্যই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে।
একাধিক খেলা বাদ পড়ায় ভারতের পদক সম্ভাবনা কমছে গ্লাসগোয়। হকি, ব্যাডমিন্টন, শুটিং, কুস্তির মতো ইভেন্ট থেকে অতীতে কমনওয়েলথ গেমসে প্রচুর পদক জিতেছে ভারত। এবার এই ইভেন্টগুলোই নেই। ২০২২ সালের বার্মিংহাম গেমসে ছিল না শুটিং। এবারও বাদ দেওয়া হয়েছে। কমনওয়েলথ গেমসের ইতিহাস বলছে, শুটিং থেকে ভারত ১৩৫টি পদক জিতেছে। তার মধ্যে ৬৩টি সোনা। কুস্তি থেকে ১১৪টি পদক এসেছে ভারতের ঝুলিতে।
হকি না থাকা আরও একটি ধাক্কা ভারতের জন্য। ভারতের পুরুষ হকি দল তিনটি রুপো এবং দুটি ব্রোঞ্জ পদক জিতেছে। মহিলা হকি দলও তিনটি পদক জিতেছে। তার মধ্যে ২০০২ সালে ঐতিহাসিক সোনা জিতেছিল।
ব্যাডমিন্টনেও ভারতের সাফল্য রয়েছে কমনওয়েলথ গেমসে। ৩১টি পদক জিতেছে ভারত এই ইভেন্টে। সেই ব্যাডমিন্টনও নেই আসন্ন টুর্নামেন্টে।
২০২২ সালে ক্রিকেট থেকে রুপো পেয়েছিল ভারত। সেই ক্রিকেট এবার ছেঁটে ফেলা হয়েছে। স্কোয়াশ ও টেবল টেনিসে ভারতের প্রতিযোগীরা দাপট দেখালেও আসন্ন গেমসে সেগুলোকে জায়গা দেওয়া হয়নি। সব মিলিয়ে ভারতের পদক সম্ভাবনা ধাক্কা খাবে গ্লাসগোতে বলেই মনে করা হচ্ছে।
