আজকাল ওয়েবডেস্ক: ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও টড গ্রিনবার্গ বিগ ব্যাশ লিগে দেখতে চান বিরাট কোহলিকে। 

জেমাইমা রডরিগেজ, স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মা, শিখা পাণ্ডে এবং হরমনপ্রীত কৌর-সহ একাধিক ভারতের মহিলা ক্রিকেটার মহিলাদের বিগ ব্যাশ লিগে অংশ নেন। কিন্তু ভারতের পুরুষ ক্রিকেটারদের দেখা যায় না বিগ ব্যাশে। 

বোর্ডের বর্তমান নিয়ম অনুযায়ী, ভারতের পুরুষ ক্রিকেটাররা বিদেশের টি-টোয়েন্টি লিগে অংশ নিতে পারেন না। যদি অবসর গ্রহণ করেন তবেই তাঁদের পক্ষে বিদেশের লিগে অংশ নেওয়া সম্ভব। গ্রিনবার্গের বিশ্বাস কোহলি যদি বিগ ব্যাশে অংশ নেন, তাহলে দর্শকসংখ্যা বাড়বে, রেটিংও বাড়বে বিবিএলের। 

গ্রিনবার্গকে বলতে শোনা গিয়েছে, ''আমরা ভারতীয় ক্রিকেটারদের বিবিএলে দেখতে চাই। এটা দুর্দান্ত ব্যাপার হবে। এ নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সঙ্গে আমাদের আলোচনা চলবে। এই বছর বিবিএলে বিরাট কোহলিকে আমি ব্যক্তিগত ভাবে দেখতে চাই। আমি নিশ্চিত কোহলি অংশ নিলে দর্শকদের উৎসাহ এবং আগ্রহ বাড়বে। এই মুহূর্তে তা হয়তো ঘটছে না। তবে বিরাটকে পেতে আমরা আগ্রহী।'' 

বিরাট কোহলি ক্রিকেটের সব থেকে বড় বক্স অফিস। তিনি যেখানে, সেখানেই দর্শকদের ভিড়। তাঁর মতো একজন তারকাকে পাওয়ার জন্য যে ঝাঁপাবে বিগ ব্যাশ তা বলাই বাহুল্য।