আজকাল ওয়েবডেস্ক: আইপিএল খেলতে কী আর ভারতে ফিরবেন অজি ক্রিকেটাররা? ভারত–পাক সংঘাতের আবহে এক সপ্তাহ বন্ধ থাকার পর ফের ১৭ মে থেকে শুরু হয়ে যাচ্ছে আইপিএল।
শোনা যাচ্ছে, মিচেল স্টার্ক, জস হ্যাজলউডরা আর ভারতে ফিরবেন না। বাকি ক্রিকেটাররা এখনও সিদ্ধান্ত নিতে পারেননি। এই পরিস্থিতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া স্পষ্ট বার্তা দিয়েছে ক্রিকেটারদের।
প্রথমে ঠিক ছিল ২৫ মে হবে আইপিএল ফাইনাল। কিন্তু এখন ফাইনালের দিন ঠিক হয়েছে ৩ জুন। আইপিএল ফাইনালের ঠিক এক সপ্তাহ পরেই ১১ জুন থেকে লর্ডসে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। যেখানে মুখোমুখি অস্ট্রেলিয়া–দক্ষিণ আফ্রিকা।
আর তাই অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের ভারতে ফেরা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এই পরিস্থিতিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে ক্রিকেটারদের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, ‘এটা পুরোপুরি ক্রিকেটারদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তারা ভারতে বাকি অংশ খেলতে যাবে কিনা সেই সিদ্ধান্ত ক্রিকেটাররাই নেবে। ক্রিকেট অস্ট্রেলিয়া ক্রিকেটারদের ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান করে।’ ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে আরও বলা হয়েছে, ‘টিম ম্যানেজমেন্টের একটা ভূমিকা থাকবে। আইপিএলে অংশ নেওয়া ক্রিকেটাররা যারা টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দলে রয়েছে তাদের বিষয়ে। ক্রিকেট অস্ট্রেলিয়া সরকার ও বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ রাখছে। ক্রিকেটারদের নিরাপত্তা সবার আগে।’
এটা শোনা যাচ্ছে, হ্যাজলউড আর ভারতে আসছেন না বাকি অংশ খেলতে। তবে কামিন্স, হেড, ইঙ্গলিশ, স্টার্করা এখনও সিদ্ধান্ত নিতে পারেননি। এদিকে বিসিসিআই ইতিমধ্যেই ফ্রাঞ্চাইজিগুলিকে জানিয়ে দিয়েছে বিদেশি ক্রিকেটারদের ডেকে নেওয়ার জন্য। কিন্তু কতজন ফিরবেন তা নিয়ে রয়েছে সন্দেহ।
