আজকাল ওয়েবডেস্ক:‌ লক্ষ্য ছিল ১৯৩ রান। সেই রানও করতে পারল না ভারত। শেষ হয়ে গেল ১৭০ রানে। ২২ রানে লর্ডস টেস্ট জিতে সিরিজে ইংল্যান্ড এগোল ২–১ ব্যবধানে। 


এটা ঘটনা, শোয়েব বশিরের বল ঠিকভাবে ডিফেন্স করেও প্লেড অন হয়েছেন মহম্মদ সিরাজ। তাঁর ৩০ বলের প্রতিরোধ শেষ হতেই ইংল্যান্ডের কাছে তৃতীয় টেস্ট হেরে গিয়েছে ভারত। ব্যাটে লেগে বল পিচে পড়ার পর ধীরে ধীরে গড়িয়ে উইকেটে আঘাত করেছিল। তাতেই পড়ে যায় বেল। আউট হয়ে যান সিরাজ। কেন ভাগ্য সহায় হল না সিরাজের? ভারত–ইংল্যান্ড টেস্ট সিরিজ়ে ব্যবহৃত উইকেটের উপরের বেলকেই দুষেছেন ভারতের প্রাক্তন উইকেটরক্ষক–ব্যাটার দীনেশ কার্তিক।
ভারত–ইংল্যান্ড টেস্ট সিরিজে উইকেটে ব্যবহার করা হচ্ছে সাধারণ বেল। সে জন্যই বলের হালকা আঘাতেই সেটি পড়ে গিয়েছে। কার্তিক বলেছেন, ‘টেস্টে জিঙ্গার বেল (এলইডি–সহ, আইপিএলে যে ধরনের বেল ব্যবহার হয়) ব্যবহার করা হলে সিরাজ আউট হত না। ওই বেলগুলোর ওজন বেশি হয়। ফলে খুব সহজে স্টাম্পের উপর থেকে পড়ে যায় না।’ তিনি আরও বলেছেন, ‘সিরাজ ভালই ডিফেন্স করেছিল। কিন্তু বল পিচের ক্ষতের উপর পড়ে স্টাম্পের দিকে চলে গেল। ম্যাচের খুব গুরুত্বপূর্ণ সময় ঘটল ঘটনাটা। দারুণ জমে গিয়েছিল দু’দলের লড়াই। তবু ভারতের চেষ্টার প্রশংসা করতেই হবে। বিশেষ করে শেষ দিন মধ্যাহ্নভোজ এবং চায়ের বিরতির মাঝের সময়ে অসাধারণ লড়াই করেছে ভারতীয়রা।’


ভারতের লড়াইয়ের তারিফ করেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হোসেনও। তিনি বলেছেন, ‘প্রথমে আমার মনে হয়েছিল বেল পড়বে না। কিন্তু সিরাজ হতাশায় পিচের উপর বসে পড়ার পর বুঝলাম বেল পড়ে গিয়েছে। তবে একটা কথা বলব বেন স্টোকস বা রবীন্দ্র জাদেজা– দু’জনেরই জয়টা প্রাপ্য ছিল।’
এদিকে, লর্ডস টেস্ট জিতেছে ২৪ ঘণ্টাও হয়নি। এর মধ্যেই ম্যাঞ্চেস্টার টেস্টের ১৪ জনের দল ঘোষণা করে দিল ইংল্যান্ড। ভারতের বিরুদ্ধে চতুর্থ টেস্টের দলে দু’টি পরিবর্তন করেছেন ইংল্যান্ডের নির্বাচকেরা। শক্তিশালী করা হয়েছে বোলিং আক্রমণ।


চোটের জন্য ভারতের বিরুদ্ধে বাকি দু’টি টেস্ট খেলতে পারবেন না শোয়েব বশির। তাঁর বাঁ হাতের আঙুলে চিড় ধরেছে। তাঁর পরিবর্ত হিসাবে ইংল্যান্ড দলে নিয়েছে লিয়াম ডসনকে। আট বছর পর টেস্ট দলে ফিরলেন ৩৫ বছরের ক্রিকেটার। এছাড়া চোট সারিয়ে দলে ফিরেছেন জোরে বোলার গাস অ্যাটকিনসন। ম্যাঞ্চেস্টারে জফ্রা আর্চারের সঙ্গে অ্যাটকিনসনকেও খেলাতে পারেন বেন স্টোকসেরা। তাতে ইংল্যান্ডের নতুন বলে আক্রমণ আরও শক্তিশালী হবে। ইংল্যান্ডের প্রধান নির্বাচক লুক রাইট বলেছেন, ‘যোগ্য হিসাবেই ডসন টেস্ট দলে ডাক পেয়েছে। হ্যাম্পশায়ারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ধারাবাহিকভাবে বেশ ভাল পারফর্ম করেছে ডসন। অ্যাটকিনসনও ফিট।’

এটা ঘটনা ইংল্যান্ড চতুর্থ টেস্টের দলও ঘোষণা করে দিয়েছে। সেই দলে আছেন বেন স্টোকস (অধিনায়ক), জফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, জেকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, লিয়াম ডসন, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জেমি স্মিথ, জশ টং এবং ক্রিস ওকস।